আত্মা দূষিত হলে তার প্রভাব সমাজ-রাষ্ট্রে ছড়িয়ে পড়ে
মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১৯:৫৭
-67d041383c0f0.jpg)
মাহে রমজানে তাকওয়া অর্জনের মাধ্যমে অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনের শপথ নিতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। তিনি বলেন, ব্যক্তি দুর্নীতিগ্রস্ত হলে কোনো আইন-কানুন দিয়ে দুর্নীতি রোধ করা যায় না। আত্মা দূষিত হলে তার প্রভাব সমাজ-রাষ্ট্রে সর্বত্র ছড়িয়ে পড়ে। তাই ব্যক্তিশুদ্ধি প্রয়োজন বেশি। ব্যক্তিশুদ্ধি না হলে রাষ্ট্রশুদ্ধি হবে না। কোনো সংস্কারই সুফল দেবে না।
মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে রাজধানীর বংশালস্থ একটি মিলনায়থনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের বংশাল থানা শাখা আয়োজিত ‘মাহে রমজানে সিয়ামের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বংশাল থানা সভাপতি মুহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম। বক্তব্য রাখেন বামুক বংশাল থানা সদর হাজী মাহতাব আহমদ, মুহাম্মদ গোলামুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় কোরআন নাজিলের মাসে কোরআনের আলোকে রাষ্ট্র পরিচালনার বিকল্প নেই। মানুষ মাহে রমজানের শিক্ষা না নেওয়ায় পবিত্র এ মাসেও মানুষ ভয়ঙ্কর অপরাধপ্রবণ হয়ে উঠছে। সকল ধরনের অপরাধ বৃদ্ধি পেয়েছে। খুন-ধর্ষণ অনেকাংশে বেড়ে গেছে।
তিনি বলেন, এমতাবস্থায় কঠোরহস্তে আইন শৃঙ্খলার উন্নতি করতে হবে। অপরাধ দমন করতে না পারলে দেশ ভয়াবহ পরিস্থিতির দিকে অগ্রসর হবে। শিশু ধর্ষকের শাস্তি দ্রুত ও প্রকাশ্যে হলে এই ধরনের অপরাধ বন্ধ হয়ে যেতো। কিন্তু আইনের দীর্ঘসূত্রিতার কারণে মাগুরায় আরও একটা শিশুকে পাশবিক নির্যাতনের শিকার হতে হলো এবং এ ধরনের ঘটনা দিন দিন বেড়েই চলছে।
ডিআর/বিএইচ