Logo

রাজনীতি

নেক্সট বাংলাদেশ উইদাউট আ.লীগ : হাসনাত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১৬:৩৯

নেক্সট বাংলাদেশ উইদাউট আ.লীগ : হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘নেক্সট বাংলাদেশ হবে উইদাউট আওয়ামী লীগ (পরবর্তী বাংলাদেশ হবে আওয়ামী লীগশূন্য)।’

শনিবার (২২ মার্চ) বিকেল ৩টায় রাজধানীর শাহবাগ জাদুঘরের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা মহানগর এনসিপির বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ড এবং গুম, খুন, হত্যার বিচার এখনো হয়নি। আওয়ামী লীগের সাথে কোনো ধরনের সমঝোতা বা ইনক্লুসিভ প্রক্রিয়ার সুযোগ নেই।

হাসনাত আরও বলেন, যারা ক্যান্টনমেন্টে আছেন তারা সেখানেই থাকুন। যারা রাজনীতি নামে ক্যান্টনমেন্টের হাতে জিম্মি হয়ে আছেন, তারাও সেখানেই থাকুক। রাজনীতির বিষয় রাজনীতিবিদরাই দেখবেন।

এর আগে গত বৃহস্পতিবার রাতে ফেসবুক স্ট্যাটাসে হাসনাত আবদুল্লাহ লিখেন, ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা পুরোপুরি ভারতের। সাবের হোসেন চৌধুরী, শিরীন শারমিন ও তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে। 

১১ মার্চ সেনানিবাসে হাসনাত আবদুল্লাহসহ দুজনের কাছে এমন একটি পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে উল্লেখ করে তিনি লিখেছেন, ‘আমাদের প্রস্তাব দেওয়া হয়, আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই। আমাদের বলা হয়, ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে। তারা শর্তসাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে। একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগসহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো।’

সেনানিবাসে ওই মিটিং অসমাপ্ত রেখেই চলে আসেন জানিয়ে পোস্টে তিনি আরও উল্লেখ করেন, (মিটিংয়ে তিনি বলেন) আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের ওপর দিয়ে ফেরাতে হবে। আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা করা হলে যে সংকট তৈরি হবে, তার দায়ভার আপনাদের নিতে হবে।

পরে শুক্রবার (২১ মার্চ) রাজধানীর বাংলামোটরে রূপায়ণ টাওয়ারে এনসিপি কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লাহ বলেন, সেনানিবাসে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যে আলোচনা হয়েছে, সেটাকে তাঁরা রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ মনে করছেন। 

তিনি আরও বলেন, ‘রাজনীতি রাজনীতিবিদেরাই নির্ধারণ করবেন— রাজনীতির ঘটনাপ্রবাহ বা চলমান যা কিছুই, পরবর্তী রাজনীতি কোন দিকে যাবে, সেটি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত। তো সে জায়গায় আমরা সন্দিহান বলেই গতকাল আমার স্ট্যাটাস দিতে হয়েছে। ৫ আগস্টের পরে আপনারা কোথাও দেখেছেন যে আওয়ামী লীগ অনুশোচনা ফিল করেছে? ওরা যে একটা গণহত্যা চালাইছে, এটা তো স্বীকারও করেনি। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট বলতে চাই, আওয়ামী লীগের আগে বিচার নিশ্চিত করতে হবে, তাকে দল হিসেবে বিচার নিশ্চিত করতে হবে। অপরাধ স্বীকার করতে হবে, তারপর অন্য কোনো আলোচনা হলে হতে পারে, এর আগে কোনো আলোচনা নয়।’

জেসি/এটিআর/এইচকে 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর