Logo

রাজনীতি

সেনাবাহিনী নিয়ে ‘গুজবে’ পা না দেওয়ার আহ্বান প্রিন্সের

Icon

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১৯:৪২

সেনাবাহিনী নিয়ে ‘গুজবে’ পা না দেওয়ার আহ্বান প্রিন্সের

সেনাবাহিনী নিয়ে ‘গুজবে’ পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। মঙ্গলবার (২৫ মার্চ) ময়মনসিংহের ধোবাউড়ার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের পুটিমারী বাজারে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিলে তিনি এ আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে প্রিন্স বলেন, ‘সশস্ত্র বাহিনী জাতীয় ঐক্যের প্রতীক। সেনাবাহিনী সম্পর্কে উসকানিমূলক বক্তব্য ও গুজব ছড়িয়ে পরিকল্পিতভাবে সংঘাত তৈরি করা হচ্ছে, যা নির্বাচনকে অনিশ্চিত করার অপচেষ্টা। তাই যেকোনো বক্তব্য দেওয়ার আগে সবাইকে ভেবেচিন্তে কথা বলা উচিত।’

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘সেনাবাহিনী স্বাধীনতা ও সার্বভৌমত্বের রক্ষাকবচ। এটিকে বিতর্কিত বা দুর্বল করার চেষ্টায় জাতীয় স্বাধীনতা হুমকির মুখে পড়বে।’

তিনি দাবি করেন, ‘ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে। এখন প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলেই জনগণের প্রতিনিধিত্বশীল সংসদ ও সরকার প্রতিষ্ঠা সম্ভব হবে।’

ছাত্রদল নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘পরিকল্পিতভাবে পরিস্থিতি জটিল করা হচ্ছে। নির্বাচন প্রলম্বিত করে ক্ষমতায় থাকার অপচেষ্টা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী। তাই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন অব্যাহত রাখতে হবে।’

এমরান সালেহ প্রিন্স আরও বলেন, ‘অহেতুক উত্তেজনা সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা লোটার দিন শেষ। ফ্যাসিবাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চাইলে জননির্ভর গঠনমূলক রাজনীতি করতে হবে।’

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করার সময়। কিন্তু কিছু গোষ্ঠী পরিকল্পিতভাবে ঐক্য বিনষ্টের চেষ্টা করছে। সবাইকে জাতীয় ঐক্য বজায় রেখে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন চালিয়ে যেতে হবে।’

তিনি আরও বলেন, ‘তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন করতে হবে। ছাত্রদল নেতাকর্মীদের এই ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।’

  • ওমর ফারুক আকাশ/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর