Logo

রাজনীতি

সাবেক মন্ত্রিপরিষদ সচিব

ভোগ নয়, মানুষের সেবা করাই শহীদ জিয়ার জীবনাদর্শ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১০:৪১

ভোগ নয়, মানুষের সেবা করাই শহীদ জিয়ার জীবনাদর্শ

সমাজের সামর্থ্যবান প্রত্যেক মানুষকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম। 

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে লোভ, ভোগবিলাসিতা পরিত্যাগ করে নিজের শ্রম ও অর্থ দিয়ে মানুষের সেবা করে গেছেন। দেশের প্রেসিডেন্ট হয়ে তিনি রাষ্ট্রীয় অর্থ লুট করেননি। অতিরিক্ত পোশাক, অতিরিক্ত খাবার খাননি।  শহীদ জিয়ার এই আদর্শ আমি আমার ব্যক্তিগত জীবনে লালন করার চেষ্টা করি। প্রতিটি সামর্থ্যবান মানুষের জীবনে এই আদর্শ লালন করতে পারলে এ দেশ হবে প্রকৃত সুখী সমৃদ্ধ বাংলাদেশ। 

শনিবার (২৯মার্চ) জামালপুর জেলার ইসলামপুর বাজারে লোহানি বাড়ি প্রাঙ্গণে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন এম এম ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান খান লোহানী সোহাগ। 

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সুফিয়া বেগম। আরও বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল, ইসলামপুর বাজার বণিক সমিতির সভাপতি আউয়াল খান লোহানি, জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইসলামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার, ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, বিএনপি নেতা সাঈদ খান লোহানী। অনুষ্ঠান পরিচালনা করেন এম এ এম ফাউন্ডেশনের পরিচালক রুহুল লোহানী আকাশ। 

অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং বিএনপির স্থায়ী  কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সহধর্মিনীসহ সকল মৃত ব্যক্তির আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন আশরাফুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল খালেক। 

মিনা আজাদ মফিজ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রায় ১৫০ জন অসহায় মানুষের মাঝে শাড়ি লুঙ্গি খাদ্য সামগ্রীসহ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

এনএমএম/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর