রুহুল কবির রিজভী
প্রশাসনে হাসিনার জীবাণুরা রয়ে গেছে

বাংলাদেশে প্রতিবেদক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১৫:৪৫
-67e912a988a51.jpg)
প্রশাসনে হাসিনার জীবাণুরা রয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (৩০ মার্চ) ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।
বর্তমান সরকারের বিরুদ্ধে অভিযোগ করে রিজভী বলেন, ‘প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এখনো হাসিনার দোসর রয়েছে। তাদের আপনারা লালন করছেন। যারা একটু বিএনপির সমর্থক সরকারি কর্মকর্তা আছেন তাদের ঢাকা থেকে বাইরে পাঠিয়ে দিচ্ছেন। তাদের নাজেহাল করা হচ্ছে। এখনো প্রশাসনে হাসিনার জীবাণুরা রয়ে গেছে, তারাই নানা প্রকার ষড়যন্ত্র করছে এবং অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে। এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না।’
রুহুল কবির রিজভী বলেন, ‘হাসিনাবিরোধী আন্দোলনে এত গুম হলো, শহীদ হলো, আহত হলো- অথচ সরকার তাদের কোনো খোঁজ নিচ্ছে না। কিছু কিছু উদ্যোগ চোখে পড়লেও সামগ্রিক উদ্যোগ চোখে পড়ছে না। অথচ সরকারের কিছু লোক এলাকায় এমপি হবেন, মন্ত্রী হবেন এসব নিয়ে ব্যস্ত আছেন।’
তিনি আরও বলেন, ‘কুমিল্লার মুরাদনগরে বিএনপি নেতাকর্মীদের হঠাৎ গ্রেপ্তার করা শুরু হয়েছে ঈদের প্রাক্কালে। কী কারণে গ্রেপ্তার করা হচ্ছে তা বলছে না, আমি চার থেকে পাঁচবার এসপিকে ফোন দিয়েছি, তিনি ফোন ধরছেন না। বিএনপি নেতাকর্মীরা হাসিনার অত্যাচার-নিপীড়ন সহ্য করেছে, গুম হয়েছে, খুন হয়েছে, হত্যার শিকার হয়েছে। আপনারাও যদি হাসিনার মতো কাজ করেন, আপনারা দেশটাকে কোন দিকে নিয়ে যাচ্ছেন?’
তিনি বলেন, ‘কী সংস্কার করবে না করবে তা নিয়ে অন্তর্বর্তী সরকার গরিমসি করছে। নির্বাচন নিয়ে সরকার একেক সময় একেক কথা বলছে। অন্তর্বর্তী সরকার নিখোঁজ হওয়া, হারিয়ে যাওয়া, হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যা করা দুনিয়া কাঁপানো আন্দোলনের রক্তের ওপর দাঁড়িয়ে আছে। তারা নির্বাচন দিতে দেরি করে কেন?’
ডিআর/এমজে