Logo

রাজনীতি

ভারতে বিতর্কিত ওয়াকফ বিল সংশোধনের তীব্র প্রতিবাদ বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১৮:১৮

ভারতে বিতর্কিত ওয়াকফ বিল সংশোধনের তীব্র প্রতিবাদ বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের

ভারতে বিতর্কিত ওয়াকফ আইন সংশোধনের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন। 

রোববার (৬ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনটির নেতারা বলেন, এ সংশোধনী মুসলিমদের ধর্মীয়, সাংস্কৃতিক ও ঐতিহ্যগত সম্পত্তির ওপর গভীর হস্তক্ষেপের শামিল।

বিবৃতিতে বলা হয়, সংশোধনের মাধ্যমে মসজিদ, মাদ্রাসা, কবরস্থানসহ ওয়াকফ সম্পত্তিতে সরকারি হস্তক্ষেপের পথ তৈরি হয়েছে। এতে মুসলমানদের ধর্মীয় অধিকার ও স্বাধীনতা ক্ষুণ্ন হবে। বিশেষ করে ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য অন্তর্ভুক্তির বাধ্যবাধকতা উদ্বেগজনক বলে উল্লেখ করেন তারা।

নেতৃবৃন্দ প্রশ্ন তোলেন, হিন্দুরা কি তাদের মন্দির ব্যবস্থাপনায় মুসলমানদের মেনে নেবে? না হলে মুসলিমদের ওয়াকফ ব্যবস্থাপনায় অমুসলিমদের চাপিয়ে দেওয়া কেন?

তারা বলেন, ওয়াকফ সম্পত্তি মুসলমানদের পবিত্র ট্রাস্ট। ভারতের সংবিধান যেখানে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করে, সেখানে এ ধরনের পদক্ষেপ তা লঙ্ঘন করে।

বিবৃতিতে ভারতের এই বিল অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয় এবং আন্তর্জাতিক মহলকে এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর