Logo

রাজনীতি

দেশের নাম ‘বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র’ চায় ইসলামী আন্দোলন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১৫:৪৩

দেশের নাম ‘বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র’ চায় ইসলামী আন্দোলন

‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ নাম পরিবর্তন করে ‘পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ’ (বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র) রাখার প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে হাজির হয়ে দলটির ছয় সদস্যের একটি প্রতিনিধি দল এ প্রস্তাবনা জমা দেয়। প্রস্তাব গ্রহণ করেন ঐকমত্য কমিশনের প্রধান আলী রিয়াজ।

লিখিত প্রস্তাবে দলটি উল্লেখ করে, রাষ্ট্রের নাম যেন জনগণের কল্যাণের দর্শন ধারণ করে, সে উদ্দেশ্যে ‘পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ’ নামটি প্রস্তাব করছে তারা।

ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন জানান, দলটির পক্ষ থেকে শুদ্ধাচার, জবাবদিহিতা ও পিআর (প্রতিনিধিত্বমূলক অনুপাত) পদ্ধতিতে নির্বাচনসহ মোট চারটি প্রস্তাবনা দেওয়া হয়েছে। 

তিনি আরও জানান, দেশে দুর্নীতি ও দুঃশাসন রোধে শরিয়া আইন প্রণয়নের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে, এবং এই বিষয়ে বিএনপির সঙ্গেও মতৈক্য হয়েছে বলে দাবি করেন তিনি।

প্রতিনিধি দলে আশরাফ আলী আকনের সঙ্গে ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূমসহ আরও কয়েকজন নেতা।

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর