Logo

রাজনীতি

মুফতি মুহাম্মদ ফয়জুল করীম

সংস্কার ছাড়া নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হবে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ২১:২১

সংস্কার ছাড়া নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হবে

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, যৌক্তিক সংস্কার ছাড়া নির্বাচন হলে বাংলাদেশে নতুন ফ্যাসিবাদের জন্ম হবে। কোনো দলের কাছে নতিস্বীকার করে সংস্কারের আগে নির্বাচন দিলে জনগণ এমন নির্বাচন মেনে নেবে না।  

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৩টায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ক্ষমতায় যাওয়ার আগেই একটি দলের সারাদেশে চাঁদাবাজি, দখলবাজি প্রমাণ করে তারা ক্ষমতায় আসলে দেশে নতুন ফ্যাসিজম তৈরি করবে। নতুন বাংলাদেশের জনগণ আর কোনো ফ্যাসিজম দেখতে চায় না।

তিনি বলেন, পয়লা বৈশাখের আড়ালে ভিনদেশি সংস্কৃতি চালুর মাধ্যমে দেশের মানুষকে মুশরেক বানানোর পাঁয়তারা চলছে দীর্ঘদিন যাবত। বিগত ফ্যাসিস্ট সরকার এ মুশরিকী কার্যক্রমের পূর্ণতা দিয়েছে। ফ্যাসিস্ট আমলে পূর্ণতা পাওয়া কোনো কার্যক্রমকে পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা সহ্য করা হবে না। 

তিনি গাঁজাবাসীর সমর্থনে আগামী ১২ তারিখ মার্চ ফর গাজা কর্মসূচি সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি জাতীয় নির্বাচনের আগে সকল স্থানীয় নির্বাচন সম্পন্ন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোরালো আহ্বান জানান। 

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা সভাপতি শেখ মুহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাদ্দাম হোসাইনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবদিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানী, যুবনেতা মুফতি ইমরান হোসাইন, মাওলানা হেলাল আহমাদ, শ্রমিকনেতা মুহাম্মদ আবুল বাশার, ডা. বেলাল হোসাইন, মাওলানা আবদুল্লাহ আল মামুন, মাওলানা মজিবুর রহমান, মুহাম্মদ শরীফ মৃধা প্রমুখ।

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর