ইসলামের আদর্শ ছাড়া কল্যাণ রাষ্ট্র গঠন সম্ভব নয়: চরমোনাই পীর

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ২১:০৮
-67f93065bbc88.jpg)
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, শুধু নেতার পরিবর্তন করলে হবে না। সাথে নীতির সংস্কার করতে হবে। দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। দেশ থেকে দুর্নীতি, দুঃশাসন ও লুটপাট বন্ধ করতে হবে। ইসলামের শাসন প্রতিষ্ঠার জন্য সকল ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হতে হবে।
শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে যশোর ঈদগাহ ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখা আয়োজিত ‘ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদ, ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ঘোষণা, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি প্রবর্তন এবং গণকল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় সভাপতিত্ব করেন যশোর জেলা শাখার সভাপতি মিয়া মুহাম্মদ আব্দুল হালিম।
এ সময় চরমোনাই পীর আরও বলেন, ‘সকল ষড়যন্ত্রকারীদের বিষয়ে চোখ কান খোলা রেখে আগামী নির্বাচনে হাতপাখাকে বিজয়ী করতে সবাইকে একসাথে কাজ করতে হবে।’ এ সময় ফিলিস্তিনে শাহাদাতবরণকারী নিষ্পাপ শিশু, সাংবাদিক, সাধারণ জনতাসহ সকলের আত্মার মাগফেরাত কামনা করা হয় ও আহতদের সুস্থতা কামনা করা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির হযরত মাওলানা হাফেজ আব্দুল আউয়াল, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মাওলানা মো. শোয়াইব হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন প্রফেসর ড. মুহাম্মদ ফারুক আহমাদ, ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অ্যাডভোকেট নূর ইসলাম নুরুল, বিশিষ্ট কলামিস্ট ও লেখক অধ্যক্ষ নাজমুল হুদা, ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি অ্যাডভোকেট বায়েজিদ হুসাইন।
এ ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুল আলম খোকা, জয়েন্ট সেক্রেটারি এইচএম মহসিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাফেজ আব্দুর রশিদ, সংগঠনিক সম্পাদক আশিক বিল্লাহ, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক ও জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি মুহাম্মাদ কামরুজ্জামান, অর্থ সম্পাদক এটিএম আখতারুজ্জামান তাজু, দপ্তর সম্পাদক মুফতি মঈন উদ্দিন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. আসাদুজ্জামান, শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মুন্না,জাতীয় ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদের জেলা সভাপতি মাওলানা আব্দুল হালিম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি আলহাজ আবুল বাশার,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি মুফতি আবুজর বিন হাফিজ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি মাওলানা ইমরান হোসাইন, চৌগাছা থানা সভাপতি আনিচুর রহমান, বাঘারপাড়া থানার সভাপতি বেলাল হুসাইন, ঝিকরগাছা থানার সভাপতি আব্দুল কাদের, শার্শা থানার সভাপতি মাওলানা কামাল সহ প্রমুখ।
ডিআর/বিএইচ