Logo

রাজনীতি

‘মার্চ ফর গাজা’য় অংশগ্রহণের আহ্বান খেলাফত ছাত্র আন্দোলনের

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ২১:২০

‘মার্চ ফর গাজা’য় অংশগ্রহণের আহ্বান খেলাফত ছাত্র আন্দোলনের

ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ কর্তৃক আয়োজিত ‘মার্চ ফর গাজা’য় সংহতি জানিয়ে দেশবাসীকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হাফেজ জাকির বিল্লাহ, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন ও সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম আকন্দসহ অন্যান্য নেতারা এ আহ্বান জানান।  

শুক্রবার (১১ এপ্রিল) সকালে পুরান ঢাকার লালবাগে ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে মাসিক মাশওয়ারা শেষে নেতারা এ আহ্বান জানান।

তারা বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি সন্ত্রাসীরা নৃশংস হামলা করে নারী ও শিশুসহ হাজার হাজার মানুষ হত্যা করে মানবতাবিরোধী অপরাধ করছে। কিন্তু দুঃখের বিষয়, তথাকথিত মানবাধিকার সংস্থাগুলো নীরব ভূমিকা পালন করছে। ফিলিস্তিনের মানুষ মুসলিম বলে তাদের সাথে বর্ণবাদী আচরণ করছে। এর বিরুদ্ধে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

নেতারা খেলাফত আন্দোলনের সদ্যপ্রয়াত আমিরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীর (রহ.) মাগফেরাত কামনায় দোয়া করেন। পরে শনিবারের ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেন।

কর্মসূচি বাস্তবায়নের জন্য দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে অংশগ্রহণের আহ্বান জানান তারা।

ডিআর/বিএইচ/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর