জামায়াত সেক্রেটারি
‘কোনভাবেই নির্বাচন জুন পার করা যাবে না’

বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ২১:২৩
-6803c00be660e.jpg)
ছবি : বাংলাদেশের খবর
আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের জুনের পরে হলে তা গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, নির্বাচন আগে হলে এবং তিনটি গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন হলে জামায়াত তাতে অংশ নেবে।
শনিবার (১৯ এপ্রিল) বিকেলে বান্দরবানের রাজার মাঠে জেলা জামায়াত আয়োজিত কর্মী ও সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ৫ আগস্টের ছাত্র-জনতার আত্মত্যাগে দেশ স্বৈরতন্ত্র থেকে মুক্ত হয়েছে। এখন নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে। জামায়াত সংসদে গেলে ১৯৭২ সালের সংবিধান সংস্কার করে সুশাসনভিত্তিক কাঠামো তৈরি করবে বলেও দাবি করেন তিনি।
পার্বত্য অঞ্চলে শিক্ষা, চাকরি ও ভূমির ক্ষেত্রে বৈষম্য দূর করার প্রতিশ্রুতি দিয়ে তিনি ৩০০ নম্বর বান্দরবান আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কালামকে বিজয়ী করার আহ্বান জানান।
সমাবেশে আরও বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরী, অধ্যাপক আহসান উল্লাহসহ পার্বত্য অঞ্চলের নেতারা।
বক্তারা বলেন, বিগত ১৬ বছরে জামায়াত নেতাকর্মীদের গুম-খুন ও নির্যাতন চালানো হয়েছে। তারা আওয়ামী লীগকে 'ফ্যাসিস্ট' আখ্যা দিয়ে দলটিকে নিষিদ্ধ করার দাবি জানান। বক্তারা ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকারও ব্যক্ত করেন।
দীর্ঘ ১৮ বছর পর ঐতিহাসিক রাজার মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজারো নেতাকর্মী যোগ দেন।
সোহেল কান্তি নাথ/এআরএস