Logo

রাজনীতি

সংস্কার ছাড়া পেশিশক্তির নির্বাচন দেশবাসী মানবে না : জামায়াত আমির

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৮:৫৩

সংস্কার ছাড়া পেশিশক্তির নির্বাচন দেশবাসী মানবে না : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদীদের পতন ঘটলেও ফ্যাসিবাদের পতন এখনো হয়নি। এখনো সর্বত্র চাঁদাবাজ ও দখলবাজদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ। এসবের বিরুদ্ধে সাধারণ মানুষ প্রতিরোধ গড়ে তুলতে শুরু করেছে।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা আগামী ডিসেম্বরে নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছেন। আমরা নির্বাচন চাই। নির্বাচনের আগেই খুনিদের বিচার ও প্রয়োজনীয় সংস্কার করতে হবে। সংস্কার ছাড়া পেশিশক্তির ভিত্তিতে নির্বাচন দেশবাসী মেনে নেবে না। এজন্য যেকোনো নির্বাচনের আগে অবশ্যই দুটি কাজ সম্পন্ন করতে হবে—একটি হচ্ছে খুনিদের বিচার, আরেকটি হচ্ছে কাঙ্ক্ষিত সংস্কার।

শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে নীলফামারীর জলঢাকা উপজেলা শহরের স্টেডিয়াম মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার না হলে জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। জাতীয় নির্বাচনের আগে সরকারকে তিনটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে—বিচার বিভাগের সংস্কার এবং গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করা। হাজারো প্রাণের বিনিময়ে দেশে পরিবর্তনের সূচনা হয়েছে। এ পরিবর্তনের ধারাবাহিকতা ধরে রাখতে হলে সংস্কার অপরিহার্য।

তিনি বলেন, দেশের ১৮ কোটি নির্যাতিত মানুষের প্রথম দাবি গণহত্যার বিচার। শহীদ পরিবারগুলোর পুনর্বাসন, আহতদের চিকিৎসা নিশ্চিত করে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সংযত ও সচেতনভাবে সামনে এগিয়ে যেতে হবে।

আওয়ামী লীগকে সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, ফ্যাসিস্টরা জনগণের অধিকার ও কর্মসংস্থান কেড়ে নিয়েছিল। গুম-খুনকে আয়না ঘরে বন্দি করে জনগণের কণ্ঠরোধ করেছিল। জনগণের আন্দোলনে তারা শুধু গদিই ছাড়েনি, দেশ ছেড়ে পালিয়েছে। 

আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ক্ষমতায় আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে নারীদের সম্মান, নিরাপত্তা ও কর্মসংস্থানের ব্যবস্থা করবে।

শিক্ষাব্যবস্থা নিয়ে জামায়াত আমির বলেন, বর্তমানের শিক্ষিতরা নিজেকে রাজা মনে করে। শিক্ষা জীবন শেষ করে কর্মসংস্থানের জন্য দ্বারে দ্বারে ঘুরে ফিরে অনেকেই আত্মহত্যা করছে। আমরা চাই, আমাদের সন্তানরা শিক্ষা জীবন শেষে সনদ নিয়ে সরাসরি কর্মসংস্থানে প্রবেশ করুক। সেই উপযোগী শিক্ষাব্যবস্থা ও কর্মক্ষেত্র নিশ্চিত করতে হবে।

উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মোখলেছুর রহমান মাস্টার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কর্মপরিষদের সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য মুহাম্মদ আব্দুর রশীদ, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও নীলফামারী জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবদুস সাক্তার ও জেলা মজলিশে শূরা সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী।

তৈয়ব আলী সরকার/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর