‘ফ্যাসিবাদের পতন হয়েছে, এখন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে’
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ১৯:৪২
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা যে এক দফা লড়াই শুরু করেছিলাম এবং জুলাই আগস্টে যে এক দফা লড়াইটা হলো, সেটা শুধু ফ্যাসিবাদে পতনের জন্য না, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য। ফ্যাসিবাদের পতন হয়েছে, এখন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।
সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিজয় র্যালি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান আরও বলেন, বিএনপি কখনো বেআইনি পন্থায় ক্ষমতায় আসেনি। বারবার নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। এবারও বিএনপি জনগণের সমর্থন নিয়ে জনগণের ভোটে ক্ষমতায় গিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে।
এসময় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকনসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে দক্ষিণ জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিজয় র্যালি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সার্কিট হাউজ মাঠে এসে শেষ হয়। সেখানে সন্ধ্যায় দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে বিজয়ে জিয়া কনসার্ট এর আয়োজন করা হয়েছে।