‘বিএনপি ক্ষমতায় গেলে জনকল্যাণে বৈপ্লবিক পরিবর্তন আনা হবে’
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৭
ছবি : প্রতিনিধি
বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি এলাকায় শিল্পায়ন ও কর্মসংস্থানসহ জনকল্যাণে বৈপ্লবিক পরিবর্তন আনা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
সোমবার (৩০ ডিসেম্বর) পৌর শহরের শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স বলেন, ‘বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে জনগণের ক্রয় ক্ষমতা বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা, ফ্যামিলি কার্ডের মাধ্যমে অসচ্ছল পরিবারের মাসিক খরচে সহায়তা, পল্লী রেশনিং, কৃষক কার্ডের মাধ্যমে কৃষি ভর্তুকি প্রদান, শস্য বীমা, পশু বীমা, মৎস্য বীমা এবং পোল্ট্রি বীমা চালু করা হবে।
তিনি আরও বলেন, সকলের জন্য বিনামূল্যে চিকিৎসা, প্রশিক্ষিত পল্লী চিকিৎসক, সকলের জন্য শিক্ষা, বেকার যুবকদের জন্য ভাতা, মুদ্রাস্ফীতির আলোকে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা হবে। প্রতিটি এলাকায় শিল্পায়ন, কর্মসংস্থানসহ জনকল্যাণে বৈপ্লবিক পরিবর্তন আনা হবে।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হানিফ মোহাম্মদ শাকের উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল, আবু হাসনাত বদরুল কবির, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, আলী আশরাফ, আলমগীর আলম বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।
ওমর ফারুক আকাশ/এমআই