‘তরুণদের মাধ্যমে দেশে ইসলামি রাজ কায়েম করতে হবে’

বাংলাদেশের প্রতিবেদক, সিলেট
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১১:৫১

ছবি : বাংলাদেশের খবর
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, আমাদের নবিজি (সা.) অন্ধকার যুগে আগমন করেছিলেন। তিনি এসে অন্ধকার সময়কে আলোকিত করেছিলেন। সেই যুগ কেয়ামত পর্যন্ত মডেল হয়ে থাকবে। আমাদেরকেও রাসুল (সা.)-এর মহান আদর্শ অনুসরণ করে সমাজ বিনির্মাণ করতে হবে।
শনিবার (১৮ জানুয়ারি) সিলেটের ঐতিহ্যবাহী কাজিরবাজার মাদরাসার দুইদিনব্যাপী বার্ষিক ইসলামি মহাসম্মেলনের শেষ দিনে নসিহতকালে এসব কথা বলেন তিনি।
মামুনুল হক বলেন, রাসুল (সা.) অন্ধকার যুগকে আলোকিত করেছিলেন কুরআন দ্বারাই। সুতরাং মুসলামনদের পুনর্জাগরণের এই সময়ে ঘরে ঘরে কুরআনের তিলাওয়াতের পরিবেশ তৈরি করতে হবে। আগামী প্রজন্মের কণ্ঠে কণ্ঠে কুরআনের তিলাওয়াতের ধ্বনি তুলতে হবে। প্রতিজন মুসলমানের সন্তান যেন কুরআনের বিশুদ্ধ তিলাওয়া শিখতে পারে, সেই ব্যবস্থা করতে হবে।
তিনি আরও বলেন, যে দেশ বা সমাজে ন্যায়বিচার নেই, সে জাতিকে আল্লাহ ধ্বংস করে দেন। কিন্তু সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করেন একমাত্র আলেমরাই। কুরআন নাজিলের অন্যতম উদ্দেশ্যই হচ্ছে সমাজ থেকে বে-ইনসাফ দূর করা, ন্যায় বিচার কায়েম করা। বৈষম্যহীন সমাজ গঠন করা। তাই আলেমসমাজকে জেগে উঠতে হবে। তরুণ ও যুবসমাজকে জাগিয়ে তুলে এ দেশে ইসলামি রাজ কায়েম করতে হবে।
রেজাউল হক ডালিম/এটিআর