আ.লীগ জন্মলগ্ন থেকেই গণতন্ত্রের বিরোধী : লেবার পার্টি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১৭:৫৪
প্রচারপত্র বিলি ও জনসংযোগ করছেন লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান।
আওয়ামী লীগ জন্মলগ্ন থেকেই গণতন্ত্রের বিরোধী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে ঝালকাঠির নেছারাবাদ উপজেলা লেবার পার্টির উদ্যোগে মিয়ারহাট বাজারে জনসংযোগ শেষে তিনি এ মন্তব্য করেন।
ইরান বলেন, ‘আওয়ামী লীগের মুখে গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার ও আইনের শাসনের কথা মানায় না। ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি শেখ মুজিব ১৩ মিনিটের সংসদে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে একদলীয় বাকশাল কায়েম করেন। পিতা মুজিবের পদাঙ্ক অনুসরণ করে শেখ হাসিনা ছলে-বলে কৌশলে ২০০৯ সালে ক্ষমতা দখল করে গণতন্ত্র মানবাধিকার ভোটাধিকার ও আইনের শাসনকে গলা টিপে হত্যা করেছে।’
দেশে ক্রান্তিকাল চলছে উল্লেখ করে ডা. ইরান বলেন, ‘প্রশাসনের সর্বত্রই অস্থিরতা। ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে বসে আছে। জাতীয়তাবাদী ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শক্তির বিরুদ্ধে একটি মহল মিথ্যা তথ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করছে।’
তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারী এরশাদের পতন হয়েছে আর তারেক রহমান আওয়ামী ফ্যাসিবাদের হাত থেকে জাতিকে মুক্ত করেছেন। রাষ্ট্র মেরামতে সব দলের মতামতের ভিত্তিতে ৩১ দফা প্রনয়ণ করেছেন। জাতীয় সরকার গঠনের মাধ্যমে রেইনবো ন্যাশন গঠনের অঙ্গীকার করেছেন। তাই লেবার পার্টি ও ছাত্র মিশনকে তৃনমূল পর্যায়ে সুসংগঠিত করে ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।’
নেছারাবাদ লেবার পার্টির যুগ্ম আহ্বায়ক মো. জাফর আহমেদের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, প্রচার সম্পাদক মনির হোসেন খান, দপ্তর সম্পাদক মো. মিরাজ খান, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো. মিলন ও সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম মামুন, কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম প্রমুখ।
এসএইচ/এমজে