Logo

রাজনীতি

ইনকিলাব মঞ্চের মিছিল আটকে দিল পুলিশ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩৫

ইনকিলাব মঞ্চের মিছিল আটকে দিল পুলিশ

ছবি : বাংলাদেশের খবর

জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের নিরাপদে দেশত্যাগ করতে দেওয়ার প্রতিবাদ এবং ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ইনকিলাব মঞ্চের ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও’ কর্মসূচির মিছিলটি আটকে দিয়েছে পুলিশ। 

রোববার (২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিলটি শিক্ষা চত্বরে আসলে পুলিশ তাদের আটকে দেয়। 

এ সময় ইনকিলাব মঞ্চের নেতারা বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার জুলাই হত্যাকাণ্ডে সম্পৃক্তদের নিরাপত্তা দিচ্ছে। তাদের বিচার কাজে তাদের অনীহা। আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে জুলাই হত্যাকাণ্ডের বিচারের রূপরেখা প্রকাশ করতে হবে। তা না হলে জুলাই অভ্যুত্থানে আহত-নিহত পরিবারকে নিয়ে ২১ ফেব্রুয়ারি থেকে সর্বাত্নক আন্দোলন গড়ে তোলা হবে।’

এসআইবি/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর