Logo

রাজনীতি

জামায়াত আমির

ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫৭

ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না

ছবি : বাংলাদেশের খবর

‘ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না’ বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র করছে। পতিত স্বৈরাচারের সকল ষড়যন্ত্র থেকে দেশবাসীকে সতর্ক থাকতে হবে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কক্সবাজার সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমিন এ কথা বলেন। দীর্ঘ ১৫ বছর পর কক্সবাজারের এ কর্মী সম্মেলনে বক্তব্য রাখলেন তিনি।

ডা. শফিকুর রহমান আরও বলেন, পতিত সরকারের ভয়াবহতা যদি কোনো দল অনুভব করে, তাহলে ভবিষ্যতে স্বৈরাচারী আচরণ থেকে সব সরকার বিরত থাকবে। 

নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, চলমান পরিস্থিতিতে কোনো উসকানিতে পা না দেওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

এদিন সকাল ৯টায় কক্সবাজার জেলা জামায়াতে ইসলামী শাখার আয়োজনে সম্মেলন শুরু হয়। জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সকাল ১১টায় সমাবেশস্থলে উপস্থিত হন। সম্মেলনে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা জামায়াতের আমির অধ্যক্ষ নুর মোহাম্মদ আনোয়ারি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী প্রমুখ।

ইমতিয়াজ মাহমুদ ইমন/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর