Logo

রাজনীতি

অনির্বাচিত সরকার দুর্বল থাকে : মেজর হাফিজ

Icon

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫১

অনির্বাচিত সরকার দুর্বল থাকে : মেজর হাফিজ

অনির্বাচিত সরকার দুর্বল থাকে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে ভোলার লালমোহন উপজেলা মাল্টিপারপাস হলরুমে ইঞ্জিনিয়ার্স সোসাইটির আয়োজনে ‘ক্যারিয়ার রোডম্যাপ’ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মেজর হাফিজ বলেন, ‘যখন অনির্বাচিত সরকার থাকে, তখন তারা দুর্বল থাকে। তখন দুর্বৃত্তরা মাথাচাড়া দিয়ে ওঠে এবং সমাজে তারা নানা ধরনের বিশৃঙ্খলা ঘটায়। আমরা চাই সরকার শক্ত হাতে তাদের দমন করুক। কেউ যেন আইন নিজের হাতে তুলে নিতে না পারে, এ জন্য বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে।’

ছাত্রদের পড়ালেখায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে হাফিজ বলেন, ‘আমরা ছাত্রদেরকে অভিনন্দন জানাই, তারা দেশকে দুঃশাসন মুক্ত করতে ভূমিকা রেখেছেন। এখন তাদেরকে পড়ালেখায় ফিরে যেতে হবে। শিক্ষার উপযোগী পরিবেশ সৃষ্টি করতে হবে।’

বিএনপির এই নেতা মনে করেন, বিগত ফ্যাসিস্ট সরকারের অবসানের ফলে নতুন একটি দ্বার উম্মেচিত হয়েছে। কিন্তু বর্তমানে সমাজে নানা ধরনের অস্থিরতা দেখা যাচ্ছে। 

তিনি বলেন, ‘কেউ আইন নিজের হাতে তুলে নেবে, আমরা তা চাই না। আশা করছি, বর্তমান সরকার শক্ত হাতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করবে। দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করবে। বর্তমান সরকার দেশ পরিচালনা করার অতীতের কোনো অভিজ্ঞতা নেই, তবুও আশা করব, তারা দেশের রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা করে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করবে।’

স্বাধীনতা যুদ্ধের কথা উল্লেখ করে মেজর হাফিজ বলেন, ‘১৯৭১-এর স্বাধীনতার পর যারা ক্ষমতায় এসেছে, তারা এই দেশ থেকে গণতন্ত্রকে বিতাড়িত করেছে। ৭১ সালে যুদ্ধ করেছি এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যেখানে কোনো বৈষম্য থাকবে না। সামাজিক সুবিচার থাকবে। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, স্বাধীনতার পরে যারা ক্ষমতায় এসেছে, তারা এই দেশ থেকে গণতন্ত্রকে বিতাড়িত করেছে।’

তিনি আশা প্রকাশ করেন, ড. ইউনূসের নেতৃত্বে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। যেখানে সবাই যার যার পছন্দের মানুষকে ভোট দিতে পারবে। 

আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘বর্তমানে আইনশৃঙ্খলার পরিস্থিতর ঘোরতর অবনতি হয়েছে। দ্রব্যমূল্য জনগণের ক্রয়সীমার ঊর্ধ্বে চলে গেছে। আমরা আশা করি সরকার দ্রুত দ্রব্যমূল্য জনগণের ক্রয়সীমার মধ্যে নিয়ে আসার ব্যবস্থা করবেন।’

সরকার দ্রুত নির্বাচন করার দিকে মনোযোগ দেবে-এমন আশা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘আমরা একটা সুন্দর ও সুষ্ঠু নির্বাচন চাই।’

পুলিশকে আরও সক্রিয় করার আহ্বান জানান হাফিজ উদ্দিন আহমেদ। বলেন, ‘বর্তমানে পুলিশবাহিনী মোটেও জনগণের শান্তিশৃঙ্খলা রক্ষার পক্ষে সহায়ক নয়। পুলিশ বাহিনীকে আরও একটিভ করতে হবে এবং তারা যাতে তাদের দায়িত্ব ভালোভাবে পালন করতে পারে, সে পরিবেশ সৃষ্টি করতে হবে।’

এস মেজবাহ/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর