Logo

রাজনীতি

‘ফ্যাসিবাদ বিদায় নিলেও নিবন্ধন ফেরত পায়নি জামায়াত, এটি লজ্জার’

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৫

‘ফ্যাসিবাদ বিদায় নিলেও নিবন্ধন ফেরত পায়নি জামায়াত, এটি লজ্জার’

ছবি : বাংলাদেশের খবর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, কিন্তু জামায়াতে ইসলামী এখনো নিবন্ধন ফেরত পায়নি। নিবন্ধন ফেরতের জন্য আদালতে লড়াই করতে হচ্ছে। এটি বাংলাদেশের জন্য লজ্জার বিষয়। আমাদের পাওনা আমাদের ফেরত দিন।

তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছরে কোনো অপকর্ম জামায়াতে ইসলামীর গায়ে লাগেনি। কিন্তু যে দলই অতীতে ক্ষমতায় এসেছে, তারা দুর্নীতি ও লুটপাট করেছে। জামায়াতের কারও বিরুদ্ধে সেই অভিযোগ নেই।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে দীর্ঘ ২৫ বছর পর নরসিংদী সাটিরপাড়া কালিকুমার উচ্চ বিদ্যালয় মাঠে নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা চাই গণহত্যার বিচার হোক। তবে এটাও চাই কেউ যেন অবিচারের সম্মুখীন না হয়। গত ১৭ বছরে সর্বোচ্চ অবিচারের অভিজ্ঞতা থেকে একথা বলছি। ২৪ এর শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামায়াতে ইসলামী আপোষহীন অবস্থানে থাকবে।

এটিএম আজহারকে মুক্তি না দিলে জনগণকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী আন্দোলনে নামতে বাধ্য হবে উল্লেখ করে তিনি বলেন, স্বৈরাচারী সরকারের চাঁদাবাজি থেকে ভিক্ষুক পর্যন্ত রক্ষা পায়নি। প্রতি ধাপে ধাপে স্বৈরাচারী সরকারকে চাঁদা দিতে হতো। ভিক্ষুক থেকে শুরু করে কেউ ছাড় পায়নি তাদের শোষণ-নিপীড়ন থেকে। জুলাই আন্দোলনে নিহত অনেকের লাশ এখনও খুঁজে পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, বিগত নির্বাচনগুলোতে যারা প্রশাসনের দায়িত্বে ছিল, তাদের দায়িত্বে দেখতে চায় না জামায়াতে ইসলামী। দেশপ্রেমিক কর্মকর্তাদের দায়িত্ব পালনে পাশে দাঁড়াবে জামায়াতে ইসলামী। দ্রুত সময়ের মধ্যে ভোটার সংশোধন করতে হবে। ভুয়া ভোটারদের বাদ দিতে হবে। মৃতদের বাদ দিতে হবে, নতুনদের যুক্ত করতে হবে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।

জনসভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোসলেহ উদ্দীন। এতে সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি জেনারেল আমজাদ হোসেন।

এতে আরও উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কর্মপরিষদ সদস্য মাওলানা আ.ফ.ম আব্দুস সাত্তার, আব্দুল মান্নান, অ্যাডভোকেট মশিউল আলম, মাওলানা মমিনুল হক, মাওলানা দেলোয়ার হোসেন, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বার, মুন্সীগঞ্জ জেলা জামায়াতের আমির আ.জ.ম রহুল কুদ্দুস ও নরসিংদী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মকবুল হোসেনসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা।

সুমন রায়/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর