-67c57996ea1a7.jpg)
রাজধানীর যাত্রাবাড়ীতে অবস্থিত মারকাযুত তাহনীফ আল ইসলামী ঢাকা একটি সুবিন্যস্ত মাদ্রাসা হিসেবে এরই মধ্যে সুনাম কুড়িয়েছে। রমজান উপলক্ষে দারুণ একটি ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। কর্তৃপক্ষ জানিয়েছে, পবিত্র এ মাসে শিক্ষার্থীরা অর্ধেক খরচে ভর্তি হতে পারবে।
সোমবার (৩ মার্চ) মারকাযুত তাহনীফ আল ইসলামী ঢাকার পরিচালক মাওলানা জামিল সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ইলমে দ্বীন অর্জন সহজ করতে আমরা এ সিদ্ধান্ত নিয়েছে। অনেক ছাত্র বেশি খরচের কারণে ভালো মাদ্রাসায় ভর্তি হতে পারে না। আমরা সেটি থেকে উত্তরণ চাই।
প্রতিষ্ঠানটিতে সীমিত আসনে নুরানি, নাজেরা, হিফজুল কোরআন, হিফজ রিভিশন, দ্বীনিয়াত বিভাগ ও কিতাব বিভাগের মাদানি নেসাবের প্রথম বর্ষে (আবাসিক/অনাবাসিক/ডে-কেয়ার/পার্ট টাইম) ভর্তি চলছে।
ভর্তির জন্য যোগাযোগ-
বাবা হুজুর ভবন, বাড়ি : ২৫ (২য় তলা)।
রোড : ০১, ব্লক : এ, ছনটেক রোড, যাত্রাবাড়ী, ঢাকা।
মোবাইল : 01747017848 ও 01616756737
বিএইচ/