Logo

ধর্ম

কাবার ইমামদের ৪ রঙের জায়নামাজ, কোন নামাজে কোনটি?

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১৬:৩৩

কাবার ইমামদের ৪ রঙের জায়নামাজ, কোন নামাজে কোনটি?

পবিত্র মসজিদুল হারামের ইমামদের জন্য চার রঙের জায়নামাজ নির্দিষ্ট করে রেখেছে হারামাইন শারিফাইনের পরিচালনা পর্ষদ। এজন্য তারা একেক নামাজে একেক রঙের জায়নামাজ ব্যবহার করেন।

বুধবার (৫ মার্চ) সৌদি সংবাদমাধ্যম সাবাক নিউজের সূত্রে উর্দু নিউজ বিষয়টি নিশ্চিত করেছে। সংবাদমাধ্যম জানায়, কাবা শরিফের ইমামদের জন্য নির্ধারিত জায়নামাজের দৈর্ঘ্য ১৮০ সেন্টিমিটার ও প্রস্থ ১২০ সেন্টিমিটার। 

পবিত্র জুমা, দুই ঈদ, সালাতুল ইস্তিসকা (বৃষ্টির নামাজ) এবং সূর্য ও চন্দ্র গ্রহণের নামাজে মসজিদুল হারামের ইমামরা সোনালি রঙের জায়নামাজ ব্যবহার করেন।

আর সুন্নাত নামাজে যে জায়নামাজ তারা ব্যবহার করেন, তার রঙ সবুজ। এর পাশাপাশি তাতে হালকা নকশাও করা থাকে। এবং দৈনন্দিন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের ফজর ও জোহরে ব্যবহৃত জায়নামাজের রঙ পুরোপুরি সবুজ। আর আসর, মাগরিব ও এশায় কাবার ইমামরা যে জায়নামাজটি ব্যবহার করেন, সেটি বেজ রঙের। 

বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর