Logo

ধর্ম

পরিবর্তিত সেহরি-ইফতারের সময়সূচির ব্যাখ্যা দিল ইসলামিক ফাউন্ডেশন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৮

পরিবর্তিত সেহরি-ইফতারের সময়সূচির ব্যাখ্যা দিল ইসলামিক ফাউন্ডেশন

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

পরিবর্তিত সেহরি-ইফতারের সময়সূচির ব্যাখ্যা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।   

ইসলামিক ফাউন্ডেশনের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু কিছু ব্যক্তি ও সংগঠন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশন প্রণীত সাহরি এবং ইফতারের সময়সূচি নিয়ে বিভ্রান্তি হচ্ছেন। প্রকৃত বিষয় হলো ইসলামিক ফাউন্ডেশন প্রণীত সাহরী ও ইফতারের সময়সূচি আলেম ওলামা ও বিশেষজ্ঞদের তৈরি-এটি নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে যে সাহরি ইফতারের সময়সূচি বের করা হয়েছে তা আলেম ওলামা এবং বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কমিটি প্রণয়ন করেছে। সেখানে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেকসহ প্রখ্যাত ওলামায়ে কেরাম, আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞগণ, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্রের প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল বিভাগের শিক্ষকসহ সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাহরি ইফতারের জন্য যুগ যুগ ধরে মানুষ প্রকৃতির উপর নির্ভর করেছে। ঘড়ি, আবিষ্কারের পর ঘড়ির উপর মানুষের নির্ভরশীলতা এসেছে। এখন যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে। প্রতিটি বিষয়ে মিনিট, সেকেন্ড, মিলি সেকেন্ড এমনকি ন্যানো সেকেন্ডের হিসাবও বের করা সহজ হয়েছে। বর্তমানে যে সময়সূচি উন্নয়ন করা হয়েছে তা সূক্ষ্মাতিসূক্ষ্ম হিসাব করেই করা হয়েছে। এ নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই। 

ডিআর/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর