মুফতি নিজাম বিন মুহিবের সঞ্চালনায় রমজানে ১৫টি বিশেষ অনুষ্ঠান

ধর্ম ডেস্ক
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১৪:১৬
-67da7d516a6d0.jpg)
মুফতি নিজাম বিন মুহিব । ছবি : সংগৃহীত
পবিত্র মাহে রমজান উপলক্ষে সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলে ১৫টি বিশেষ ইসলামিক অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে, যেগুলো সঞ্চালনা করছেন ইস্টার্ন প্লাজা জামে মসজিদের সম্মানিত খতীব মুফতি নিজাম বিন মুহিব।
বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রথমবারের মতো হিফজুল কোরআন প্রতিযোগিতা ‘মিনহাজুল কোরআন’ প্রচারিত হচ্ছে প্রতিদিন বিকেল ৪:৫০ মিনিটে। এ ছাড়া ‘হাদিস আমার ভালোবাসা’ (Nexus Television), ‘সীরাতুন্নবী (সা.)’ (NTV), এবং ‘তারাবিহর সালাতে কোরআনের বার্তা’ (ATN Bangla) গুরুত্বপূর্ণ ইসলামিক জ্ঞান প্রচার করছে।
রমজানের আমল ও ফজিলত নিয়ে ‘মাহে রমজানের ২৭ আমল’ (Channel 9), ‘রোজার সুফল’ (Jamuna TV), এবং ‘ইসলাম ও জীবন’ (DBC News) সম্প্রচারিত হচ্ছে। সেহরি ও ইফতারের আয়োজন নিয়ে ‘বরকতময় সেহরি’, ‘রোজার দিনে’ এবং ‘মুনাজাত’ (Jamuna TV) রয়েছে দর্শকদের জন্য।
ইসলামিক প্রশ্নোত্তর ও আলোচনা নিয়ে ‘ইসলামী জিজ্ঞাসা (Channel 9-Live), ‘ইসলাম কী বলে?’ (ATN News), ‘ইসলামি জীবনবিধান’ (Nexus TV) এবং ‘ইসলামি সুওয়াল জওয়াব’ (ATN Bangla) সরাসরি সম্প্রচারিত হচ্ছে।
সবগুলো অনুষ্ঠান টেলিভিশন চ্যানেলগুলোর ভেরিফাইড ফেসবুক পেজেও দেখা যাবে।
ডিআর/বিএইচ