মাঈনুদ্দীন ওয়াদুদের কণ্ঠে ‘ভোরের হাওয়া ছুটে চলে’

ধর্ম ডেস্ক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১৬:১৮
-67e1318c061fe.jpg)
মাঈনুদ্দীন ওয়াদুদ। ফাইল ছবি
জনপ্রিয় ইসলামি সংগীতশিল্পী মাঈনুদ্দীন ওয়াদুদের কণ্ঠে প্রকাশিত হয়েছে নতুন নাশিদ ‘ভোরের হাওয়া ছুটে চলে’।
সোমবার (২৪ মার্চ) তার পরিচালনাধীন সাংস্কৃতিক সংগঠন তামাদ্দুনের ইউটিউব চ্যানেলে নাশিদটি প্রকাশিত হয়েছে।
কোমল কণ্ঠের নাশিদটির গীতিকার সোহেল রানা আশিক, সুরকার এসএম মঈনুল ইসলাম ও মিউজিক ডিরেক্টর মবিনুল হক চৌধুরী। পাশাপাশি ভিডিওগ্রাফিতে ছিলেন মোশাররফ হোসাইন ও জিএফএক্সে ছিলেন মামুন বিন হুসাইন। আর নাশিদটির প্ল্যান করেছেন মামুন বিন হোসাইন।
মাঈনুদ্দীন ওয়াদুদ শখের বশে নাশিদ গান। মূলত সুস্থধারার সংস্কৃতিকে এগিয়ে নিতেই ইসলামি সংগীতে নিজেকে জড়িয়ে রেখেছেন তিনি। পাশাপাশি সমুধুর কণ্ঠে কোরআন তিলাওয়াতেও বেশ সুনাম রয়েছে তার। এ বছর জনপ্রিয় সংবাদমাধ্যম বাংলাদেশের খবর ডিজিটালে তার তিলাওয়াত করা ৩০ পারা কোরআনে কারিম সম্প্রচারিত হচ্ছে।
নাশিদটি শুনতে এখানে ক্লিক করুন
ডিআর/বিএইচ