Logo

ধর্ম

লাখো মানুষের হৃদয় ছুঁয়েছে তাওহীদ জামিলের রমজানের গজল

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১৮:০১

লাখো মানুষের হৃদয় ছুঁয়েছে তাওহীদ জামিলের রমজানের গজল

বাংলাদেশের ইসলামি সংগীতের জনপ্রিয় মুখ তাওহীদ জামিল। তার গাওয়া রমজানের গজল ‘প্রিয় রমজান’ সম্প্রতি লাখো লাখো মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। গজলটি ইউটিউবে ১০লাখেরও বেশিবার দেখা হয়েছে। 

এই গজলটি তার অনন্য সুর, আধ্যাত্মিক শব্দবিন্যাস এবং রমজান মাসের পবিত্রতার সাথে মিলিয়ে শ্রোতাদের মধ্যে এক গভীর অনুভূতির সৃষ্টি করেছে। গজলটির কথা লিখেছেন গীতিকার হুসাইন নুর, আর সুর করেছেন তাওহীদ জামিল নিজেই।

তাওহীদ জামিল জানিয়েছেন ইউটিউব মিউজিক ট্রেন্ডিংয়ে থাকা রমজানের সেরা ১০টি গজলের মধ্যে দুটি ছিলো তাওহীদ জামিলের; একটি হলো ‘প্রিয় রমজান’ অপরটি ‘এশক হে রমজান।’ 

পবিত্র রমজান মাস জুড়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে তাওহীদ জামিলের পবিত্র সুর।

নাশিদটি শুনতে এখানে ক্লিক করুন

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর