Logo

ধর্ম

সাভার-ধামরাইয়ের একমাত্র মাদ্রাসা হিসেবে দাওরায় সিরিয়াল পেল জিয়াউল উলুম

Icon

বেলায়েত হুসাইন

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ১৬:১৯

সাভার-ধামরাইয়ের একমাত্র মাদ্রাসা হিসেবে দাওরায় সিরিয়াল পেল জিয়াউল উলুম

রাজধানীর অদূরে সাভারের বরাকৈরে অবস্থিত জিয়াউল উলুম মাদ্রাসা এবারের দাওরায়ে হাদিস পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন করেছে। আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়্যার কেন্দ্রীয় পরীক্ষায় প্রতিষ্ঠানটির ২১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং সবাই কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। 

বৃহস্পতিবার (৩ এপ্রিল) প্রকাশিত ফলাফল অনুযায়ী জিয়াউল উলুমের সবচেয়ে বড় প্রাপ্তি হাইয়াতুল উলইয়ায় সিরিয়াল অর্জন। এখানকার শিক্ষার্থী মুহাম্মদ উবাইদুর রহমান (সোহান) দাওরায়ে হাদিসে সারাদেশের মধ্যে ২৫তম স্থান অধিকার করে মাদ্রাসার সুনাম উজ্জ্বল করেছে।

মাদ্রাসার মুহতামিম মুফতী রেজাউল হক মোহাম্মদ আব্দুল্লাহ এ সাফল্যে আল্লাহর শোকরিয়া আদায় করে বলেন, ‘নানা প্রতিকূলতা সত্ত্বেও পড়ালেখার সঙ্গে আমরা আপোষ করিনি। আমাদের ফলাফল তারই সাক্ষ্য দিচ্ছে। তবে আমাদের আরও ভালো করা দরকার ছিল। ইনশাআল্লাহ, আগামীতে আমরা আরও উন্নত ফলাফল অর্জন করব।’ তিনি মাদ্রাসার উন্নতির জন্য দেশবাসীর নিকট দোয়ার আহ্বান জানিয়েছেন।

দারুল উলুম দেওবন্দের আদলে পরিচালিত জিয়াউল উলুম মাদ্রাসা ইতোমধ্যে নতুন শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মকতব, নাজেরা, হিফজুল কোরআন, মাদানি নেসাব, ইবতেদাইয়্যাহ থেকে দাওরায়ে হাদিস এবং উচ্চতর ফিকহ ও ফাতাওয়া বিভাগে ভর্তি কার্যক্রম আগামী ৭ থেকে ১০ শাওয়াল পর্যন্ত চলবে।

সুবিস্তৃত ক্যাম্পাস, পৃথক শ্রেণিকক্ষ ও আবাসন ব্যবস্থা, খেলাধুলার নিজস্ব মাঠ এবং সুন্নাতি পরিবেশের জন্য জিয়াউল উলুম মাদ্রাসা ইতোমধ্যে শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। আর্থিকভাবে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থা।

ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য আগ্রহীরা সাভার পাকিজা বাসস্ট্যান্ড থেকে অটোরিকশাযোগে নামা বাজার ব্রিজ পার হয়ে বরাকৈর জিয়াউল উলুম মাদ্রাসায় পৌঁছাতে পারবেন। যোগাযোগ : 01715963350

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর