উচ্চতর হাদিস গবেষণার সুযোগ ঢাকার দারুল উলুম মাদ্রাসায়

ধর্ম ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ২১:৩০
-67f14caada83b.jpg)
মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম-এর পবিত্র মুখনিঃসৃত বাণী হলো আল-হাদিস। এসব হাদিসের জ্ঞানে ব্যুৎপত্তি অর্জন করতে হলে উচ্চশিক্ষার বিকল্প নেই। উচ্চতর হাদিস গবেষণার সেই দারুণ সুযোগ এসেছে দারুল উলুম মাদ্রাসায়।
আর তাই এই মহতী লক্ষ্যকে সামনে রেখে রাজধানীর মিরপুরের ১৩ নম্বর সেকশনের ঐতিহ্যবাহী দারুল উলুম মাদ্রাসায় আততাখাসসুস ফি উলুমুল (উচ্চতর হাদিস গবেষণা) বিভাগে ১৪৪৬-৪৭ হিজরি (২০২৫-২৬ ইং) শিক্ষাবর্ষের জন্য (দুই বছরব্যাপী) সীমিতসংখ্যক আগ্রহী তালিবুল ইলমকে ভর্তির ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে।
ভর্তির যোগ্যতা হিসেবে প্রার্থীকে দাওরায়ে হাদিসের কেন্দ্রীয় পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হতে হবে। ভর্তি ইচ্ছুকরা আগামী ৮-৯ শাওয়াল; ৭-৮ এপ্রিল ভর্তি ফরম সংগ্রহ করতে পারবেন। বুখারি ও শরহু নুখবাতিল ফিকহর লিখিত পরীক্ষা এবং যেকোনো বিষয়ে যেকোনো কিতাব থেকে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তির ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে সরাসরি দারুল উলুম মাদ্রাসা কার্যালয়ে উপস্থিতি ছাড়াও মুহতামিম (ভারপ্রাপ্ত) নেয়ামাতুল্লাহ কাসেমী-এর মোবাইল ০১৯১২১৫২৭৫৯ নম্বরে যোগাযোগ করা যাবে।
নাজমুল হুদা মজনু/বিএইচ