Logo

ধর্ম

মারকাযুল হুদায় মাদানি নেসাবে ভর্তি চলছে

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ২০:০৪

মারকাযুল হুদায় মাদানি নেসাবে ভর্তি চলছে

রাজধানী ঢাকার ভাটারায় অবস্থিত দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযুল হুদা ক্যাডেট মাদ্রাসায় ১৪৪৬ হিজরি/২০২৫ ইংরেজি শিক্ষাবর্ষের মাদানি নেসাব ১ম ও ২য় বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

প্রতিষ্ঠানটির পরিচালক মাওলানা আহমাদ আলি জানিয়েছেন, ১ম বর্ষে শিক্ষার্থীর জ্ঞান ও ব্যক্তিত্বের ভিত্তি গড়ে ওঠে, আর ২য় বর্ষ সেই ভিত্তিকে আরও পরিপূর্ণ করে তোলে। তাই শুরুতেই একটি সঠিক সিদ্ধান্ত আজকের কোমলমতি শিক্ষার্থীকে একজন আলোকিত আলেম ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারে।

তিনি আরও জানান, এই প্রতিষ্ঠানে পাঠদান করছেন বাইতুস সালাম ও দেশের অন্যান্য প্রসিদ্ধ মাদ্রাসায় শিক্ষা দেওয়া মাদানি নেসাবপড়ুয়া দক্ষ শিক্ষকবৃন্দ। শিক্ষার পাশাপাশি আমল, আখলাক ও আদবের ওপরেও রয়েছে বিশেষ নজরদারি।

প্রতিষ্ঠানটির প্রধান বৈশিষ্ট্যগুলো হলো— 

হাফেজ শিক্ষার্থীদের সরাসরি আরবি ১ম বর্ষে (মিযান জামাত) ভর্তি সুবিধা।

প্রতিদিন হিফজ পুনরাবৃত্তির বাধ্যতামূলক ক্লাস।

মাত্র ৬ মাসে আরবি ও ইংরেজিতে কথা বলার সক্ষমতা অর্জন।

কঠোর তত্ত্বাবধান, নিরাপদ আবাসন, বিশুদ্ধ খাবার পানি ও জরুরি চিকিৎসা ব্যবস্থা।

অভিভাবক ব্যতীত ছাত্রদের বাইরে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।

প্রতিষ্ঠানটির দায়িত্বশীলরা জানান, মারকাযুল হুদা কেবল একটি মাদরাসা নয়; বরং একজন পরিপূর্ণ দ্বীনি ব্যক্তিত্ব গঠনের প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে চলা একটি শিক্ষাব্যবস্থা।

মাদ্রসাটির ঠিকানা— 

খন্দকারবাড়ির মোড়, ছোলমাইদ, ভাটারা, গুলশান, ঢাকা-১২১২

ফোন: +880 1779-754521, 01778063436


ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর