Logo
Logo

ধর্ম

হাটহাজারী মাদ্রাসার শিক্ষক মাওলানা আবু আহমদের ইন্তেকাল

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৮

হাটহাজারী মাদ্রাসার শিক্ষক মাওলানা আবু আহমদের ইন্তেকাল

ছবি : সংগৃহীত

দেশের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার শিক্ষক মাওলানা আবু আহমদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল ৬৫ বছর। 

তার স্ত্রী, তিন পুত্র ও তিন কন্যা রয়েছে। পুত্রদের সকলেই হাফেজ ও আলেম।

হাটহাজারী মাদ্রাসার মুখপত্র মাসিক মুঈনুল ইসলামের নির্বাহী সম্পাদক মাওলানা মুনির আহমাদ বাংলাদেশের খবরকে জানিয়েছেন, মাওলানা আবু আহমদ মঙ্গলবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার শিক্ষকদের সাধারণ বৈঠকে শরীক ছিলেন। বৈঠকের শেষ দিকে তিনি শ্বাসকষ্ট অনুভব করছিলেন। এরপর তিনি ক্যাম্পাসে নিজকক্ষে বিশ্রাম নিতে যান। কিন্তু পরিস্থিতির অবনতি হতে থাকলে দ্রুত তাকে এম্বুলেন্সযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বেলা ১২টায় দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাওলানা আবু আহমদের জানাজা মঙ্গলবার এশার নামাজের পর হাটহাজারী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে এবং এরপর মাদ্রাসার নিজস্ব কবরস্থান ‘মাকবারায়ে জামেয়া’তে তাকে দাফন করা হবে।

মাওলানা আবু আহমদের ইন্তেকালের খবর জানার পর তাৎক্ষণিকভাবে হাটহাজারী মাদ্রাসার শিক্ষকদের এক জরুরি বৈঠক মহাপরিচালকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠকে ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ মরহুমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর