-6798e10a7a302.jpg)
বাংলাদেশের জনপ্রিয় দুইজন শিল্পীর কণ্ঠে রিলিজ হয়েছে চমৎকার একটি উর্দু নাশিদ।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) ‘মেরাজ কি রাতে’ শিরোনামের নাশিদটি ‘গিফট অব ইসলাম’ নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়।
জনপ্রিয় ওই দুই শিল্পী হলেন- আবু সালেহ মোহাম্মদ ইয়াহইয়া ও আসিফ মাহমুদ।
নাশিদটির কথা লিখেছেন দিলকাশ চাটগামী, সুর করেছেন মমতাজ গৌরখপুরী এবং মিউজিক ডিরেকশনে ছিলেন মাহদি মারুফ।
রিলিজের অল্প সময়ের মধ্যেই নাশিদটি দর্শক-শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।
নাশিদটি শুনতে এখানে ক্লিক করুন
- বাংলাদেশের খবরের ইসলাম বিভাগে লেখা পাঠান এই মেইলে- bkislamic247@gmail.com
বিএইচ/