৪২ বছর ধরে বিশ্ব ইজতেমায় অংশ নিচ্ছেন বৃদ্ধ আমজাদ

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২০

ছবি : বাংলাদেশের খবর
বয়স ৯৬ বছর, কিন্তু ধর্মীয় আস্থা এবং ইজতেমার প্রতি ভালোবাসা একটুও কমেনি আমজাদ মোল্লার। খুলনার তেরখাদা উপজেলার কাঠপঙ্গা গ্রামের এই প্রবীণ ১৯৮৩ সাল থেকে প্রতি বছর নিয়মিতভাবে বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করছেন।
৪২ বছর ধরে তিনি এই ধর্মীয় সম্মেলনে যোগ দিয়ে আল্লাহর সন্তুষ্টি এবং ধর্মীয় শিক্ষা অর্জনের জন্য চেষ্টা করে যাচ্ছেন।
আমজাদ মোল্লার ভাষায়, ইজতেমা তার জন্য শুধুমাত্র একটি ধর্মীয় আচার নয়, বরং এটি একটি আধ্যাত্মিক পথ, যা তাকে প্রতিনিয়ত আল্লাহর প্রতি আনুগত্য এবং পরকালীন জীবনের চিন্তা করতে সাহায্য করে। বয়স যতই বাড়ছে, তার ইজতেমার প্রতি ভালোবাসা ততই গভীর হচ্ছে।
দুনিয়াটা ক্ষণস্থায়ী, তাই আখিরাতের চিন্তা করে ইজতেমায় আসি। ধর্মীয় কাজে নিযুক্ত থাকলে আল্লাহ সুস্থতা দেন, তাই মৃত্যুভয় নেই আমার।
তিনি বলেন, ‘দুনিয়াটা ক্ষণস্থায়ী, তাই আখিরাতের চিন্তা করে ইজতেমায় আসি।’ তার বিশ্বাস, ধর্মীয় কাজে নিযুক্ত থাকলে আল্লাহ সুস্থতা দেন, তাই মৃত্যুভয় নেই তার।
৫৮তম বিশ্ব ইজতেমায় ভোগান্তি আগের বছরের তুলনায় অনেক কম ছিল বলে মনে করেন আমজাদ। প্রথম পর্ব দুই ধাপে হওয়ায় সড়ক ও ময়দানের পরিস্থিতি অনেক উন্নত ছিল, যা তার জন্য একটি সুখকর অভিজ্ঞতা ছিল।
এবারের ইজতেমা শুরায়ে নেজামের (জুবায়ের অনুসারী) অধীনে দুই ধাপে অনুষ্ঠিত হচ্ছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আনুষ্ঠানিক শুরু হওয়া প্রথম পর্ব আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো। কাল (সোমবার) থেকে শুরু হবে দ্বিতীয় পর্ব। যা শেষ হবে আগামী ৫ ফেব্রুয়ারি।
মাঝে আট দিনের বিরতি দিয়ে আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দিল্লির মাওলানা সাদ কান্ধলভি অনুসারীদের ইজতেমা পর্ব।
এএস/এটিআর