
হাঁচি মানবদেহের জন্য অত্যন্ত উপকারী। প্রতিবার হাঁচির মাধ্যমে মুখ ও নাক দিয়ে যে কফের বিন্দু (ড্রপলেটস) বেরিয়ে আসে, তার মধ্যেই লুকিয়ে থাকে লক্ষ-কোটি জীবাণু। হাঁচি দেওয়ার পর ইসলামে বিশেষ দোয়া পড়তে এবং তার জবাব দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রখ্যাত ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়াতুল উলুমিল ইসলামিয়া করাচির ফতোয়ায় এ প্রসঙ্গে বলা হয়েছে, এক মুসলিমের ওপর অন্য মুসলিমের যে অধিকারগুলো রয়েছে, তার মধ্যে এও একটি যে, হাঁচিদাতার ‘আলহামদুলিল্লাহ’ বলার জবাবে শ্রবণকারী ‘ইয়ারহামুকাল্লাহু’ বলবে।
ওই ফতোয়া আরও বলা হয়, নিজের হাঁচির সময় ‘আলহামদুলিল্লাহ’ বলা সুন্নাত হলেও কেউ যদি এটি শোনে, তাহলে তার জন্য ‘ইয়ারহামুকাল্লাহু’ বলে জবাব দেওয়া ওয়াজিব।
এ প্রসঙ্গে রাসুল (সা.) বলেন, ...আল্লাহ হাঁচি পছন্দ করেন...। অতএব, কোনো ব্যক্তি হাঁচি দেওয়ার পর আল্লাহর প্রশংসা করলে এবং যে কোনো মুসলিম তা শুনতে পেলে হাঁচির জবাব দেওয়া তার কর্তব্য...। (বুখারি-মুসলিম)
কিন্তু যদি হাঁচিদাতা হাঁচি দেওয়ার পর ‘আলহামদুলিল্লাহ’ না বলেন, তাহলে তার জবাব দেওয়াও জরুরি নয়।
তথ্যসূত্র : জামিয়াতুল উলুমিল ইসলামিয়া করাচির ফতোয়া নং : ১৪৪৪০৭১০০১৬৯
বিএইচ/