ম্যারাডোনার মৃত্যু নিয়ে যা জানালেন ফরেনসিক বিশেষজ্ঞ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১৯:৩৫

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যু নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। আদালতে পেশ করা ফরেনসিক বিশেষজ্ঞের রিপোর্টে ম্যারাডোনার চিকিৎসায় চরম অবহেলা ও অব্যবস্থাপনার অভিযোগ করা হয়েছে। ২০২০ সালের ২৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি, কিন্তু তার মৃত্যুর পেছনে দায়ী ব্যক্তিদের বিচার চলছে।
ময়নাতদন্তকারী ফরেনসিক বিশেষজ্ঞ ডা. মরিসিও কাসিনেয়ি আদালতে দেওয়া সাক্ষ্যে জানান, ম্যারাডোনার মৃত্যুর অন্তত ১০ দিন আগে থেকেই তার ফুসফুসে পানি জমা, লিভার সিরোসিস ও হৃদযন্ত্রের জটিলতা দেখা দিয়েছিল, যা চিকিৎসকদের নজরে আসার কথা ছিল। কিন্তু পর্যাপ্ত চিকিৎসা না দেওয়ায় তার মৃত্যু অবধারিত হয়ে ওঠে।
তিনি বলেন, ‘ম্যারাডোনাকে যে বাড়িতে রাখা হয়েছিল, তা কোনোভাবেই একটি মেডিকেল ফেসিলিটি হিসেবে উপযুক্ত ছিল না। অস্ত্রোপচারের পর তার অবস্থার অবনতি ঘটলেও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়নি।’
ম্যারাডোনার পরিবারের পক্ষে আইনজীবীরা দাবি করেন, তাকে ইচ্ছাকৃতভাবে অবহেলা করা হয়েছে, যা ধীরগতিতে তার মৃত্যু ডেকে আনে। এই মামলায় সাত স্বাস্থ্যকর্মী—চিকিৎসক, সাইকিয়াট্রিস্ট ও নার্সদের বিরুদ্ধে ‘ইচ্ছাকৃত হত্যা’ (হোমিসাইড)-এর অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তাদের ৮ থেকে ২৫ বছর কারাদণ্ড হতে পারে।
এই রিপোর্ট প্রকাশের পর ফুটবল বিশ্বে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে #JusticeForMaradona হ্যাশট্যাগে ন্যায়বিচারের দাবি জানাচ্ছেন।
ম্যারাডোনার মৃত্যু রহস্য এখনো সম্পূর্ণ স্পষ্ট না হলেও এই মামলার রায় ফুটবল ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।
এমজে