Logo

নির্বাচিত

বাংলাদেশের পত্রিকা থেকে

এবার ঈদে ৩২% দুর্ঘটনা ব্যাটারিচালিত রিকশায়

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১০:০৬

এবার ঈদে ৩২% দুর্ঘটনা ব্যাটারিচালিত রিকশায়

ট্রাম্পের পাল্টা শুল্ক মোকাবিলা
সুযোগ খুঁজছে বাংলাদেশ

ট্রাম্প প্রশাসন যে কয়েকটি দেশের ওপর সর্বোচ্চ হারে শুল্ক আরোপ করেছে, তার মধ্যে বাংলাদেশ একটি। এই পদক্ষেপ বস্ত্র রপ্তানির ওপর নির্ভরশীল এ দেশের অর্থনীতিতে বড় ধরনের ঝাঁকুনি দিতে পারে। ফলে যুক্তরাষ্ট্রের এই বাড়তি শুল্ক আরোপের ঘোষণায়, চরম উদ্বেগ দেখা দিয়েছে দেশটির বাজারে পণ্য রপ্তানিকারী বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে। দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, গতকাল শনিবার এ বিষয়ে প্রাক-প্রস্তুতিমূলক বৈঠক করেন সংশ্লিষ্টরা। তবে সরকারের এ তৎপরতা বাস্তবে দৃশ্যমান হবে আজ রোববার।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের বিষয়ে বাংলাদেশের অবস্থান জানাতে আজ বেলা ১১টায় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, বাণিজ্যসচিব মাহবুবুর রহমানসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এজন্য মার্কিন রাষ্ট্রদূতকে বাণিজ্য মন্ত্রণালয়ে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে। বৈঠকে আরোপিত শুল্ক প্রত্যাহার এবং দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দীর্ঘ আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

রাষ্ট্রের মূলনীতি প্রশ্নে বিপরীত অবস্থানে বিএনপি ও জামায়াত
প্রথম আলোর প্রথম পাতায় বলা হয়েছে, সংবিধানের মূলনীতি ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ও জাতীয়তাবাদ বাদ দেওয়ার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। এতে একমত নয় বিএনপি।

কিন্তু জামায়াত জানিয়েছে কমিশনের সুপারিশের বিষয়ে তারা একমত। এমনকি দলটি এ বিষয়ে সংস্কার কমিশনের সুপারিশে একাত্ম হয়ে আর কোনো ব্যাখ্যার প্রয়োজন মনে করেনি।

সংবিধান সংস্কার কমিশন সংবিধানের মূলনীতি হিসেবে 'সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র' অন্তর্ভুক্ত করার যে সুপারিশ করেছে, সেখান থেকে 'বহুত্ববাদ' শব্দটি কেবল বাদ দিতে বলেছে জামায়াত।

তাতে 'সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ' কথাগুলো যুক্ত করার মতামত তুলে ধরেছে দলটি।

অস্ত্র-গুলির বয়ানে গোঁজামিল
আজকের পত্রিকার প্রথম পাতায় বলা হয়েছে, জুলাই-আগস্টে আন্দোলনের সময় রাজধানী ঢাকার বিভিন্ন থানায় পুলিশ সদস্যদের বরাদ্দ করা আগ্নেয়াস্ত্র ও গুলির হিসাবে গরমিল পাওয়া গেছে।

থানার নিবন্ধন খাতার তথ্যের সঙ্গে ওই সময় পুলিশের করা মামলার এজাহারে বর্ণিত অস্ত্র ও গুলির তথ্যে এ অমিল রয়েছে। ডিএমপির ছয় থানায় এ নিয়মের বেশি ব্যত্যয় হয়েছে।

এমনকি একজনকে এক ধরনের অস্ত্র বরাদ্দ দেওয়া হলেও তার নামে সেদিন গুলি খরচ বা খারিজ দেখানো হয়েছে অন্য ধরনের অস্ত্রের।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এসআই অভিযোগ করেন, গুলিবর্ষণকারী পুলিশ সদস্যদের আড়াল করতে অন্যদের নামে গুলি খরচ দেখানো হয়েছে। এ নিয়ে তখন কয়েকজন এসআই প্রতিবাদ করলেও ঊর্ধ্বতনদের চাপে তা টিকেনি।

মার্কিন পণ্যে শুল্ক কমাবে বাংলাদেশ
কালের কণ্ঠের প্রথম পাতায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ানোয় পাল্টা পদক্ষেপ হিসেবে বাংলাদেশ শুল্ক না বাড়িয়ে দেশটির পণ্যে শুল্ক কমানোর পদক্ষেপ নিতে যাচ্ছে।

তবে সব পণ্যে নয়, ৩০ থেকে ৩৫টি মার্কিন পণ্যে শুল্কছাড় দিতে পারে বাংলাদেশ। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, গতকাল শনিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে এ সংকান্ত পৃথক পৃথক প্রস্তাব দিয়েছে সংস্থাটি ও বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। যা এখন অনুমোদনের অপেক্ষায়।

এনবিআর যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ১০ থেকে ১২টি পণ্যের ওপর শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছে। বিডার পক্ষ থেকেও আসে কিছু প্রস্তাব। সবমিলিয়ে সরকারি এই দুটি সংস্থার কাছ থেকে প্রায় ৩০ থেকে ৩৫টি পণ্যের ওপর শুল্কহার কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

জানা গেছে, এসব পণ্যের মধ্যে জেনারেটর, ভাল্ব, গরুর মাংস, অ্যাগ্রো আইটেম, কিছু শিল্পের কাঁচামাল ও যন্ত্রপাতি এবং বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল আইটেম রয়েছে। এসব পণ্যের শুল্কহার এখন ২৬.২ শতাংশ থেকে ৮০ শতাংশ।

বাংলাদেশের পক্ষ থেকে একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আমদানি করা পণ্যের শুল্ক কমানো সম্ভব কি না জানতে চাইলে এনবিআরের সাবেক সদস্য (কাস্টমস) আব্দুল মান্নান পাটোয়ারী কালের কণ্ঠকে বলেন, দ্বিপক্ষীয় চুক্তি হলে সম্ভব। বাংলাদেশের সঙ্গে চুক্তি থাকলে তখন স্বাভাবিক রেটের তুলনায় বাড়তি সুবিধা দেওয়া হয়। যেমন—সাফটা চুক্তি।

এবার ঈদে ৩২% দুর্ঘটনা ব্যাটারিচালিত রিকশায়
সমকালের প্রথম পাতায় বলা হয়েছে, এবারের ঈদের ছুটির চার দিনে দেশের ১০টি বড় সরকারি হাসপাতালে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে যারা চিকিৎসা নিয়েছেন, তাদের ৩২ দশমিক ১০ শতাংশ ব্যাটারিচালিত অটোরিকশায় আহত হন।

৩০ মার্চ থেকে দুই এপ্রিল পর্যন্ত রাজধানীর দুটি এবং ঢাকার বাইরে আট বিভাগীয় শহরের বিশেষায়িত আটটি সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীর তথ্য বিশ্লেষণ করে সমকাল। তাতে এই পরিসংখ্যান উঠে আসে।

সংবাদপত্রটির বিশ্লেষণে দেখা যায়, এ সময় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছে ৩২ দশমিক ২৭ শতাংশ, অটোরিকশায় ৩২ দশমিক ১০ শতাংশ, চার চাকার যানে ১০ দশমিক ১১ শতাংশ। এ ছাড়া, হাসপাতালে আসা ২৫ দশমিক ৫০ শতাংশ আহত রোগীর দুর্ঘটনার কারণ নিবন্ধন খাতায় উল্লেখ করা হয়নি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ সরওয়ার জানিয়েছেন, এবার ঈদে ঢাকা মহানগরীতে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশায় বেশ দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশায় মামলা করার সুযোগ না থাকায় একটু বেগ পেতে হচ্ছে।

বিতর্কিতদের প্রার্থী করবে না বিএনপি
নয়া দিগন্তের প্রথম পাতায় বলা হয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রাথমিক প্রার্থী বাছাই শুরু করেছে বিএনপি। খোঁজ নেয়া হচ্ছে কোনো প্রার্থীর কী কারণে বিজয়ের কিংবা পরাজয়ের সম্ভাবনা বেশি তা।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি টিম আসনভিত্তিক সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রণয়নের কাজ করছে। আগামী দুই থেকে তিন মাস প্রার্থিতা সম্পর্কে বিস্তারিত তথ্য নেয়া হবে। আসনভিত্তিক কোনো রাজনৈতিক দলের সম্ভাবনা কতটুকু, দলীয় অবস্থান কেমন এসব বিষয় জরিপে তুলে আনা হবে।

বিএনপি সূত্রে জানা গেছে, স্বচ্ছ ইমেজধারী প্রার্থীদের গুরুত্ব দেয়া হবে। পাঁচই আগস্টের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি ও 'জনগণের পালস' বিবেচনা করে চূড়ান্ত তালিকা তৈরি করবে বিএনপি।

মার্কিন পণ্যে কমছে শুল্ক
বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতায় বলা হয়েছে, বাংলাদেশি পণ্যের ওপর মার্কিন শুল্ক বৃদ্ধির খড়গ নামাতে আমদানি বাড়িয়ে দুই দেশের মধ্যে বাণিজ্যঘাটতি কমানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এজন্য মার্কিন পণ্যে শুল্ক ছাড়, আমদানি-নীতি সংশোধন, বাণিজ্যে শুল্ক ও অশুল্ক বাধা দূর করাসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

মার্কিন প্রশাসন ও দেশের বেসরকারি খাতের সঙ্গে আলোচনা করে দু-এক দিনের মধ্যে এ ব্যাপারে অবস্থানপত্র তৈরি করা হবে। এরপর শুল্ক বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানাবে বাংলাদেশ। গতকাল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে এক জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত আসে। গত বুধবার (বাংলাদেশি সময় বুধবার দিবাগত রাত ২টা) হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করে নতুন করে শুল্ক ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই ঘোষণায় বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৩৭ শতাংশ করা হয়েছে।

যেখানে বাংলাদেশি পণ্যে এতদিন গড়ে ১৫ শতাংশ করে শুল্ক ছিল। এতে শঙ্কায় পড়েছেন পোশাক খাতসহ দেশের অন্যান্য রপ্তানি খাতের ব্যবসায়ীরা। এর প্রেক্ষিতে শুল্ক ইস্যু নিয়ে ব্যবসায়ী ও রপ্তানি খাতের বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনার জন্য বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীকে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। গতকাল সকাল থেকে চলে সেই আলোচনা।

বেসামাল নরসিংদীর এসপি
যুগান্তরের প্রথম পাতায় বলা হয়েছে, ‘টু লাখ টুমোরো।’ সঙ্গে লেখা হতো কারও নাম ও ব্যাংক হিসাব নম্বর। আবার কখনো টাকার পরিমাণ উল্লেখ করে বিকাশ নম্বর লিখে দিতেন। মুঠোফোন এ রকম ক্ষুদে বার্তা পেয়ে লাখ লাখ টাকা ঘুস দিয়েছেন পুলিশের একজন ইন্সপেক্টর। 

আর ঘুস নিয়েছেন খোদ জেলা পুলিশ সুপার (এসপি)। ঘুস টর্চারে অতিষ্ঠ হয়ে একপর্যায়ে একজন ইন্সপেক্টর মুখ খুলেছেন। ভুক্তভোগীর সংখ্যা অনেক হলেও চাকরি যাওয়ার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না। চাঞ্চল্যকর এমন ঘটনা নরসিংদী জেলায়। গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে এসপি হিসাবে যোগ দিয়েই এভাবে ঘুস কারবার চালাচ্ছেন নরসিংদীর এসপি আব্দুল হান্নান।

জেলার শীর্ষ পুলিশ কর্মকর্তার এমন ওপেন ঘুস বাণিজ্যের কারণে দুর্নীতিবাজ পুলিশ সদস্যরা বেশ খুশি। তারা অবারিত এই সুযোগ লুফে নিয়েছেন। এসপির সীমাহীন ঘুস চাহিদার জোগান দিতে বেপরোয়া হয়ে উঠেছে একশ্রেণির পুলিশ সদস্য। কেউ কেউ নিজেরা লাভবান হতে জেলার সব অপরাধ সাম্রাজ্য ওপেন করে দিয়েছে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর