Logo

খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফি

বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ রান জাকেরের, উইকেট রিশাদের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫৩

বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ রান জাকেরের, উইকেট রিশাদের

গ্রুপ পর্ব থেকেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট দল।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটে হারে বাংলাদেশ। বৃষ্টির কারণে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের শেষ ম্যাচটি পরিত্যক্ত হয়। তাই ৩ ম্যাচে ২ হার ও ১টি পরিত্যক্ত ম্যাচের সুবাদে ১ পয়েন্ট নিয়ে চার দলের গ্রুপে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করে বাংলাদেশ।

এবারের আসরে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছেন জাকের আলি। ২ ম্যাচের ২ ইনিংসে ১টি হাফ-সেঞ্চুরিতে ১১৩ রান করেন তিনি। ভারতের বিপক্ষে সর্বোচ্চ ৬৮ রানের ইনিংস খেলেন জাকের। ম্যাচে ৩৫ রানে ৫ উইকেট পতনের পর তাওহিদ হৃদয়কে নিয়ে ২০৬ বলে ১৫৪ রানের দারুণ জুটি গড়েন জাকের। এ জুটি গড়ার পথে ১০০ রানের নান্দনিক ইনিংস খেলেন হৃদয়।

আসরে ১টি সেঞ্চুরিতে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১০৭ রান করেছেন হৃদয়।

তৃতীয় সর্বোচ্চ ৭৭ রান করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ভারতের বিপক্ষে খালি হাতে ফিরলেও, নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৭ রানের ইনিংস খেলেন তিনি।

বোলিংয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী স্পিনার রিশাদ হোসেন। ২ ইনিংসে ৯৬ রানে ৩ উইকেট নেন তিনি। ভারতের বিপক্ষে ২টি ও নিউজিল্যান্ডের বিপক্ষে ১ উইকেট নেন রিশাদ।

দ্বিতীয় সর্বোচ্চ ২টি করে উইকেট নিয়েছেন দুই পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। তাসকিন ৬৪ ও ফিজ ১০৪ রান দেন।

এছাড়াও ১টি উইকেট নিয়েছেন আরেক পেসার নাহিদ রানা। বাংলাদেশের হয়ে আর কোনো বোলার উইকেটের দেখা পাননি।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর