
ভারতের শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ভারত-বাংলাদেশ ফুটবল ম্যাচের প্রথমার্ধে গোলের সুযোগ নষ্ট করেছে বাংলাদেশ। আর স্বাগতিক ভারত বেশ নিয়ে প্রথমার্ধ শেষ করেছে। প্রথমার্ধে বাংলাদেশ দল দারুণ আক্রমণাত্মক খেলেছে।
এদিকে বাংলাদেশের হয়ে অভিষেক হলো ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরীর। হামজাও ছিলেন বেশ প্রাণবন্ত। প্রতিপক্ষের আক্রমণ যেমন রুখেছেন তেমনি পাল্টা আক্রমণেও সহায়তা করেছেন। হামজার কয়েকটি থ্রু পাস বাংলাদেশের আক্রমণে সহায়তা করেছে বিশেষভাবে।
কিন্তু প্রথম ২০ মিনিটে পরিস্কার তিনটি গোলের সুযোগ নষ্ট করেছে বাংলাদেশ। ৩১ সেকেন্ডেই গোল পেতে পারতেন জনি। ভারতের গোলকিপারের ভুল পাস পেয়েও বল জালে পাঠাতে পারেননি। এরপর হেডে গোলের সুযোগ নষ্ট করেন ইমন। হৃদয়ও গোলের পরিস্কার সুযোগ নষ্ট করেন।
প্রথমার্ধ শেষে খেলার মান ও ধাঁচ বিচারে বাংলাদেশ এগিয়ে। ভারতই উল্টো চাপ নিয়ে মাঠ ছেড়েছে। প্রথমার্ধে বাংলাদেশের অধিনায়ক তপু বর্মন চোট পেয়ে মাঠ ছাড়েন।