Logo

খেলা

ব্রাজিলকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ০৯:১০

ব্রাজিলকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

ব্রাজিলকে উড়িয়ে দিল আর্জেন্টিনা। বাংলাদেশ সময় বুধবার (২৬ মার্চ) সকালে বুয়েন্স‌ আইরেসের মনুমেন্টালে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিওনেল স্কালোনির দল।

২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে ব্রাজিলের বিরুদ্ধে মাত্র এক পয়েন্ট দরকার ছিল আর্জেন্টিনার। লিয়োনেল স্কালোনির ছেলেরা মাঠ ছাড়লেন তিন পয়েন্ট নিয়েই। ব্রাজিলের যোগ্যতা অর্জন এখনও ঝুলে রইল। এ নিয়ে বিশ্বকাপে চারটি দেশ যোগ্যতা অর্জন করল। জাপান, নিউজিল্যান্ড, ইরানের পর আমেরিকার টিকিট নিশ্চিত করল আর্জেন্টিনাও।

এ দিন খেলা শুরুর চতুর্থ মিনিটে প্রথম সুযোগ পেয়েই ব্রাজিলের ওপর আঘাত হানে আর্জেন্টিনা। দুই ডিফেন্ডার গিয়ের্মে আরানা ও মুরিলোর মাঝে বল পেয়ে গোল করেন আলভারেজ। ম্যাচের ২০ মিনিট পেরোনোর আগেই সেলেসাওদের বিপক্ষে জোড়া গোলের লিড নেয় আর্জেন্টিনা।

তবে ২৬ মিনিটে আর্জেন্টিনা রক্ষণের ভুলে ব্যবধান কমায় ব্রাজিল। ম্যাথিয়ুস কুনহার গোলে ম্যাচে ফেরার আভাস দিলেও ৩৭ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলে ব্যবধান ৩-১ করে নেয় আর্জেন্টিনা। এই ব্যবধান নিয়ে বিরতিতে যায় দুই দল।

গোল পেতে মরিয়া ব্রাজিল বিরতির পর তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামে। কিন্তু তাতেও লাভ হয়নি। উল্টো আর্জেন্টিনার ফরোয়ার্ডদের সামনে ব্রাজিলের রক্ষণভাগকে দেখা যায় দিকহারা। ৭১ মিনিটে বদলি নামা জুলিয়ানো সিমিওনের গোলে ব্যবধান আরও বেড়ে যায়। শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

ডিআর/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর