Logo

খেলা

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন তামিম ইকবাল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১৬:৪৩

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন তামিম ইকবাল

শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বাসায় ফিরেছেন তামিম ইকবাল। শুক্রবার তামিম বাসায় ফিরেছেন। বিভিন্ন সূত্রে দেশের গণমাধ্যম এই তথ্য জানিয়েছে।

এর আগে সাভারের কেপিজে হাসপাতালে চিকিৎসার পর তামিম ইকবালকে নেওয়া হয় ঢাকার এভারকেয়ার হাসপাতালে। হার্ট অ্যাটাকের ধকল কাটিয়ে একটু একটু করে সুস্থ হয়ে উঠছেন তিনি। শারীরিক অবস্থার উন্নতি দেখে তাকে ছেড়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

তামিম মাঠে গুরুতর অসুস্থ হন গত সোমবার। তখন বিকেএসপির ৩ নম্বর মাঠে চলছিল ডিপিএলের অষ্টম রাউন্ডের ম্যাচ। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে নেমে মাঠেই হার্ট অ্যাটাক করেন তিনি। অবস্থা গুরুতর হওয়ায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ককে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তার আগে তামিমকে নিতে হেলিকপ্টারও আনা হয়েছিল। কিন্তু পরিস্থিতি ভালো না হওয়ায় পাশে থাকা কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজেই চিকিৎসার জন্য নেওয়া হয় তাকে। সেখানেই হার্টে রিং পরানো হয়েছে।

শঙ্কা কাটলেও পরিপূর্ণ সুস্থ হয়ে ফিরতে এখনো সময় লাগবে তামিমের। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরলেও তাকে দীর্ঘমেয়াদে ফিটনেস ও জীবনযাপনে পরিবর্তন আনতে হবে বলে মত চিকিৎসকদের।

ডিআর/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর