-67eca84004907.jpg)
চলতি মাসেই শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেখানে ৬ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা। সেই দলে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন আজিজুল হাকিম তামিম। প্রথমে শঙ্কা জাগলেও অবশেষে লঙ্কা সফরে যাচ্ছেন তিনি।
আগামী ১০ এপ্রিল থেকে বাংলাদেশে শুরু হতে যাচ্ছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। যেখানে যশোরের একটি স্কুল থেকে পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল তামিমের। তবে এবারের সেশনে পরীক্ষা দিচ্ছেন না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজকেই বেছে নিয়েছেন তিনি।
জানা গেছে, তামিমকে পরীক্ষার জন্য ছাড়পত্র দিয়েছিল বিসিবি। তার পরিবারও অবশ্য বিষয়টি মেনে নিয়েছেন। তামিমের বাবা, মা, ভাই সবসময় পাশে থাকেন ছায়ার মতো। পরিবার সূত্রে জানা গিয়েছে, তামিমের ইচ্ছে রয়েছে ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার।
আগামী ২৪ এপ্রিল ওয়ার্ম-আপ ম্যাচ দিয়ে শ্রীলঙ্কা সফর শুরু হবে যুবা ক্রিকেটারদের। এরপর ২৬ এপ্রিল হবে প্রথম ওয়ানডে, দুই দিন পর দ্বিতীয়টি। এরপর পহেলা মে, ৩ মে, ৬ ও ৮ মে বসবে বাকি ম্যাচগুলো। সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে হাম্বানটোটায়।
ডিআর/বিএইচ