Logo

খেলা

বিশ্বকাপ জয়ের ৫০ বছর উদযাপন করবে ওয়েস্ট ইন্ডিজ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ১৯:১৯

বিশ্বকাপ জয়ের ৫০ বছর উদযাপন করবে ওয়েস্ট ইন্ডিজ

১৯৭৫ সালের ২১ জুন, লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপ জয়ের আনন্দে ভেসে উঠেছিল পুরো ওয়েস্ট ইন্ডিজ। ঐতিহাসিক সেই জয়ের ৫০ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে ক্যারিবীয় ক্রিকেট। অধিনায়ক ক্লাইভ লয়েডের হাতে প্রুডেন্সিয়াল কাপের ট্রফি তুলে দেওয়ার সেই মুহূর্তটি আজও ক্রিকেট বিশ্বের স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে। অস্ট্রেলিয়াকে ফাইনালে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ হইচই ফেলে দিয়েছিল। সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ জেতানো লয়েড ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দিয়েছেন দৃঢ়ভাবে এবং ১৭ রানে জয় লাভ করেছিলেন তারা।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী ক্রিস ডাহরিং বলেছেন, ‘অবশ্যই, আমরা এই ঐতিহাসিক মুহূর্তটি উদযাপন করতে চাই। নির্দিষ্ট সময়ে এ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।’ ২৫ জুন কিংস্টোন ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বার্বাডোজে একটি টেস্ট ম্যাচের মাধ্যমে স্মৃতিচারণার এই আয়োজন অনুষ্ঠিত হবে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

১৯৭৫ বিশ্বকাপ জয়ী দলের সদস্য, ক্রিকেট কিংবদন্তি মাইকেল হোল্ডিং জানিয়েছেন, ‘এটা একটি দারুণ পরিকল্পনা। আমি এখনো বিস্তারিত কিছু জানি না, তবে এই স্মৃতিকে ধরে রাখার উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’ 

যদিও ১৯৭৫ বিশ্বকাপের দলে ছিলেন না হোল্ডিং, ১৯৭৯ সালে পরের বিশ্বকাপে খেলেছিলেন, যেখানে ওয়েস্ট ইন্ডিজ তাদের দ্বিতীয় শিরোপা জেতে। ১৯৮৩ সালে, পরবর্তী বিশ্বকাপে ভারত তাদের পরাজিত করে, তবে সে সময়ও দলের সদস্য ছিলেন হোল্ডিং।

৭১ বছর বয়সী হোল্ডিং আরও বলেছেন, ‘এই কৃতিত্বের ভাগীদার সবাই। আমাদের নিজেদের ইতিহাস আমাদেরকেই লিখতে হবে, এবং এভাবেই বিজয় উদযাপন করতে হবে।’

ক্যারিবীয়ান ক্রিকেটের ইতিহাসে ১৯৭৫ বিশ্বকাপ জয় ছিল অন্যতম সেরা অর্জন। এই শিরোপা জয়ের মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজ বিশ্ব ক্রিকেটে নিজেদের শক্তি প্রমাণ করেছিল। এরপর এক দশক ধরে তারা রাজত্ব চালিয়েছিল, তবে সময়ের সঙ্গে সঙ্গে ক্যারিবীয় ক্রিকেটের ঐতিহ্য ধীরে ধীরে বিলীন হতে থাকে। আজও এটি পুরোপুরি ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

এখন পর্যন্ত ১৯৭৫ বিশ্বকাপ জয়ী দলের যে সদস্যরা জীবিত আছেন, তারা হলেন- গর্ডন গ্রীনিজ (৭৩), আলভিন কালিচরন (৭৬), রোহাসন কানহাই (৮৯), ক্লাইভ লয়েড (৮০), ভিভ রিচার্ডস (৭৩), বার্নাড জুলিয়েন (৭৫), ডেরিক মারি (৮১), ভানবার্ন হোল্ডার (৭৯), এন্ডি রবার্টস (৭৪), কলিস কিং (৭৩), ল্যান্স গিবস (৯০) ও মরিস ফস্টার (৮১)। 

তবে, দুজন খেলোয়াড় মৃত্যুবরণ করেছেন। তারা হলেন- রয় ফ্রেডরিকস (৫৭ বছর বয়সে, ২০০০ সালে), ও কিথ বয়েস (১৯৯৬ সালে, ৫৩ বছর বয়সে)। 

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর