Logo

খেলা

২০৩৫ নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাজ্যে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১৮:০২

২০৩৫ নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাজ্যে

ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো। ছবি : সংগৃহীত

ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো ঘোষণা দিয়েছেন, ২০৩৫ সালের নারী বিশ্বকাপ যুক্তরাজ্যে অনুষ্ঠিত হবে। এছাড়া তিনি আরও জানিয়েছেন, ২০৩১ নারী বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্র একমাত্র বিডটি জমা দিয়েছে।

বেলগ্রেডে অনুষ্ঠিত উয়েফার কংগ্রেসে ইনফান্তিনো বলেন, আজ আমরা ২০৩১ বিশ্বকাপের জন্য একটি বিড গ্রহণ করেছি এবং ২০৩৫ বিশ্বকাপের জন্য বৈধ বিড পেয়েছি। এর মধ্যে ২০৩১ বিডটি যুক্তরাষ্ট্রের এবং কনকাকাফের আরও কিছু সদস্য দেশ এখানে থাকার সম্ভাবনা রয়েছে। ২০৩৫ সালের বিড এসেছে ইউরোপ থেকে।

ইনফান্তিনো আরও জানান, ২০৩১ টুর্নামেন্ট থেকে নারী বিশ্বকাপের অংশগ্রহণকারী দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করার পরিকল্পনা করা হচ্ছে।

এর আগে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দান আয়ারল্যান্ড গত মাসে বিশ্বকাপ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছিল। তারই ধারাবাহিকতায় আজ এই ঘোষণা আসলো।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা গত মাসে জানিয়েছে তারা ইউরোপ অথবা আফ্রিকা থেকে ২০৩৫ সালের বিডকে স্বাগত জানাবে। ২০২৬ সালের দ্বিতীয় কোয়ার্টারে অনুষ্ঠিতব্য কংগ্রেসে স্বাগতিক শহরগুলোর নাম ঘোষণা করা হবে।

মার্চের শুরুতে যুক্তরাষ্ট্র ২০৩১ সালের বিডে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছিল। 

আফ্রিকান দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকা ও মরক্কোও বিডে অংশ নেওয়ার দৌড়ে এগিয়ে ছিল, কিন্তু ইনফান্তিনোর ভাষ্যমতে এখন আর তারা প্রতিযোগিতায় নেই। ২০২৭ সালের পরবর্তী নারী বিশ্বকাপ ব্রাজিলে অনুষ্ঠিত হবে।

আগামী বছর পুরুষ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। জুন-জুলাইয়ে প্রথমবারের মতো বর্ধিত কলেবরের এই বিশ্বকাপ আয়োজিত হবে, যেখানে ৩২টি দলের পরিবর্তে ৪৮টি দল অংশ নেবে।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ২০২৩ নারী বিশ্বকাপে ২৪টি দলের পরিবর্তে ৩২টি দল অংশ নিয়েছিল।

২০২৮ সালের পুরুষ ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপের যৌথ আয়োজক যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড। ২০২২ নারী ইউরো চ্যাম্পিয়নশিপ ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে।

ফিফা ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, ২০৩০ পুরুষ বিশ্বকাপ মরক্কো, স্পেন ও পর্তুগালে অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে তিনটি ম্যাচ দক্ষিণ আমেরিকায় অনুষ্ঠিত হবে।

এরপর ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হয়েছে সৌদি আরব।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর