Logo

খেলা

পাকিস্তানকে হোয়াইটওয়াশের মিশনে নিউজিল্যান্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ১৮:২০

পাকিস্তানকে হোয়াইটওয়াশের মিশনে নিউজিল্যান্ড

প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে পাকিস্তানের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। শনিবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জা দিতে মরিয়া নিউজিল্যান্ড। অন্যদিকে, হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে শেষ ম্যাচে সান্ত্বনার জয় চায় পাকিস্তান। 

নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত ভোররাত ৪টায় শুরু হবে সিরিজের শেষ ওয়ানডে। 

নেপিয়ারে প্রথম ওয়ানডে ৭৩ রানে এবং হ্যামিল্টনে দ্বিতীয় ম্যাচে ৮৪ রানে জয় পায় নিউজিল্যান্ড। দুই ম্যাচে আগে ব্যাট করে যথাক্রমে ব্যাটিংয়ে ৩৪৪ ও ২৯২ রান করে কিউইরা। প্রথম ম্যাচে ১৩২ রানের নান্দনিক ইনিংস খেলেন ব্যাটার মার্ক চাপম্যান। দ্বিতীয় ম্যাচে ৯৯ রানে অপরাজিত থাকেন মিচেল হে। 

প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সফল বোলার ছিলেন পেসার নাথান স্মিথ। ৬০ রানে ৪ উইকেট নেন তিনি। পরের ম্যাচে নিউজিল্যান্ডের হয়ে বল হাতে ৫৯ রানে ৫ উইকেট নেন আরেক পেসার বেন সিয়ার্স। 

সিরিজের শেষ ম্যাচে খেলতে পারবেন না চাপম্যান। প্রথম ম্যাচে ফিল্ডিংকালে চোট পান তিনি। হ্যামস্ট্রিং ‘গ্রেড ওয়ান টিয়ার’ ধরা পড়ে তার। এজন্য দ্বিতীয় ম্যাচও খেলতে পারেননি চাপম্যান। তার জায়গায় শেষ ম্যাচের দলে সুযোগ পেয়েছেন টিম সেইফার্ট। 

২০১৯ সালে অভিষেকের পর একই বছর সর্বশেষ ওয়ানডে খেলেছেন সেইফার্ট। ৩ ম্যাচে ৩৩ রান করেছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ব্যাটিং করেছেন সেইফার্ট। ২০৭ দশমিক ৫০ স্ট্রাইক রেটে ২৪৯ রান করে সিরিজ সেরা খেলোয়াড় হন সেইফার্ট। 

টি-টোয়েন্টির মতো ওয়ানডেতে ব্যাট হাতে ভালো করতে পারেনি পাকিস্তাান। দুই ম্যাচে যথাক্রমে ২৭১ রান ও ২০৮ রান করে পাকিস্তান। স্বীকৃত ব্যাটারদের মধ্যে প্রথম ম্যাচে বাবর আজম ৭৮ ও সালমান আগা ৫৮ রান এবং দ্বিতীয় ম্যাচে ফাহিম আশরাফ ৭৩ রান করেন। গত ম্যাচে পেসার নাসিম শাহর ব্যাট থেকে আসে ৫১ রান। 

শেষ ম্যাচ নিয়ে পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান বলেন, ‘শেষ ম্যাচে আমরা জয়ের জন্যই মাঠে নামব। প্রথম দুই ম্যাচে ভালো পারফরমেন্স করতে পারিনি আমরা। আশা করি, শেষ ম্যাচে ছেলেরা জ্বলে উঠবে।’

এখন পর্যন্ত অন্তত দুই ম্যাচের সিরিজে পাকিস্তানকে তিনবার হোয়াইটওয়াশ করেছে নিউজিল্যান্ড। ২০১৫ ও ২০১৬ সালে দুই ম্যাচের এবং ২০১৮ সালে পাঁচ ম্যাচের সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জা দিয়েছে নিউজিল্যান্ড। 

পাকিস্তান দল : মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, বাবর আজম, ইমাম উল হক, ইরফান খান, তায়েব তাহির, সালমান আগা, ফাহিম আশরাফ, খুশদিল শাহ, আবরার আহমেদ, আকিফ জাভেদ, মোহাম্মদ আলি, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ ও সুফিয়ান মুকিম। 

নিউজিল্যান্ড দল : মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), মিচেল হে, নিক কেলি, রাইস মারিউ, মুহাম্মাদ আব্বাস, হেনরি নিকোলস, উইল ইয়ং, টিম সেইফার্ট, ড্যারিল মিচেল, নাথান স্মিথ, আদিত্য আশোক, জ্যাকব ডাফি, উইল ও’রুর্ক ও বেন সিয়ার্স।

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর