Logo

খেলা

দুদকের মামলায় আসামি হতে পারেন সাকিব : দুদক চেয়ারম্যান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১৬:৫৫

দুদকের মামলায় আসামি হতে পারেন সাকিব : দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ক্রিকেটার সাকিব আল হাসান আসামি হতে পারেন বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেন। 

রোববার (৬ এপ্রিল) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। 

সাকিব এক সময় দুদকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। এখনও তিনি আপনাদের আইকন কি না? এমন প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, তিনি দুদকের মামলায় আসামিও হতে পারেন। এখনও বিস্তারিত বলা যাচ্ছে না। অনুসন্ধান চলছে, অনুসন্ধান শেষে বলা যাবে।

এনএমএম/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর