পিএসএলের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা, নেই কোনো বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১৮:৩০
-67f6687490280.jpg)
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের জন্য ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবারের আসরে দায়িত্ব পালন করবেন মোট ১৩ জন আম্পায়ার ও ৭ জন ম্যাচ রেফারি। তবে ঘোষিত তালিকায় কোনো বাংলাদেশি অফিসিয়ালকে রাখা হয়নি।
বুধবার (৯ এপ্রিল) পিসিবি ঘোষিত তালিকায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের তিন অভিজ্ঞ আম্পায়ার—আহসান রাজা, অস্ট্রেলিয়ার পল রেইফেল এবং শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা স্থান পেয়েছেন। এ ছাড়া অ্যালেক্স ওয়ার্ফ এবং ক্রিস ব্রাউনকেও আম্পায়ারিং প্যানেলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
পাকিস্তান থেকে অভিজ্ঞ আম্পায়ার আলিম দার ছাড়াও রয়েছেন আসিফ ইয়াকুব, ফয়সাল আফ্রিদি ও রাশেদ রিয়াজ। দীর্ঘ ক্যারিয়ারের শেষ পিএসএল আসরে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন আলিম দার।
পিসিবির এলিট প্যানেলের আম্পায়ারদের মধ্যে আছেন—আবদুল মুকিত, নাসির হোসেন, তারিক রশিদ ও জুলফিকার জান।
ম্যাচ রেফারিদের দিক থেকেও তালিকাটি বেশ সমৃদ্ধ। আইসিসির এলিট প্যানেলের সদস্য রঞ্জন মাদুগালে এবং রোশান মহানামা এবার পিএসএলের ম্যাচ পরিচালনায় থাকবেন। পাকিস্তান থেকে ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন আলি নকভী ও মোহাম্মদ জাভেদ মালিক।
তবে এত বিশাল ও বৈচিত্র্যময় অফিসিয়াল তালিকায় একজনও বাংলাদেশি ম্যাচ অফিসিয়াল না থাকাটা চোখে পড়ার মতো। বাংলাদেশি ক্রিকেট অনুরাগীদের জন্য এটি কিছুটা হতাশার, কারণ দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দেশের কোনো প্রতিনিধি না থাকা তাদের জন্য বেদনার।
পিএসএলের ১০ম আসর শুরু হচ্ছে আগামী শুক্রবার (১১ এপ্রিল), যেখানে পাকিস্তানের বাইরে থেকেও অভিজ্ঞ আম্পায়ার ও রেফারিদের যুক্ত করা হয়েছে। কিন্তু সেখানে রাখা হয়নি বাংলাদেশি কাউকে।
ডিআর/বিএইচ