ওয়ানডেতে প্লেয়ারদের র্যাংকিং প্রকাশ, কার অবস্থান কোথায়

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ২১:৫৪
-67f69830c5ddb.jpg)
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সম্প্রতি ওয়ানডে প্লেয়ারদের নতুন র্যাংকিং প্রকাশ করেছে। এই র্যাংকিংয়ে বিশেষত ব্যাটসম্যানদের মধ্যে ভারতীয় ওপেনার শুবমান গিল প্রথম স্থানে রয়েছেন, যিনি সাম্প্রতিক সময়ে অসাধারণ ফর্মে রয়েছেন। পাকিস্তানের বাবর আজম দ্বিতীয় স্থানে অবস্থান করছেন।
প্রথম ৫ জন ব্যাটসম্যানের মধ্যে ভারতের রোহিত শর্মা, দক্ষিণ আফ্রিকার হেনরিচ ক্লাসেন এবং ভারতের বিরাট কোহলি যথাক্রমে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছেন।
এ ছাড়া, পাকিস্তানের উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান দুই ধাপ উন্নতি করে ২১তম স্থানে উঠে এসেছেন, তবে পাকিস্তানের ফখর জামান দুই ধাপ পিছিয়ে ২৩তম স্থানে অবস্থান করছেন।
সেরা বোলার হিসেবে শ্রীলঙ্কার মহীশ থিকশানা প্রথম স্থানে রয়েছেন। ভারতের কুলদীপ যাদব দ্বিতীয় স্থানে রয়েছেন, যা তার ধারাবাহিক পারফরম্যান্সেরই প্রতিফলন। আফগানিস্তানের রশিদ খান এক ধাপ উন্নতি করে ৫ম স্থানে উঠে এসেছেন, এবং নিউজিল্যান্ডের মিচেল সেন্টনার দুই ধাপ পিছিয়ে ৬ষ্ঠ স্থানে চলে গেছেন।
পাকিস্তানের শাহিন আফ্রিদি এক ধাপ পিছিয়ে ১২তম স্থানে চলে গেছেন, আর হারিস রউফ দুই ধাপ পিছিয়ে ২৪তম স্থানে অবস্থান করছেন।
আফগানিস্তানের আজমতুল্লাহ ওমরজাই ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় প্রথম স্থান ধরে রেখেছেন। এই র্যাংকিং ওয়ানডে ক্রিকেটে প্লেয়ারদের পারফরম্যান্সের ভিত্তিতে তাদের অবস্থানকে তুলে ধরে এবং ক্রিকেট বিশ্বে নতুন দৃষ্টিকোণ থেকে খেলোয়াড়দের প্রতিযোগিতা নিয়ে আলোচনা সৃষ্টি করে।
ডিআর/বিএইচ