Logo

খেলা

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন কোহলি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১৬:০৫

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন কোহলি

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। কী অবাক হচ্ছেন! আসলে অবাক হওয়ারই কথা। কারণ, বিদেশি খেলোয়াড়রা বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন, এমন নজির খুবই কম। সেখানে বিরাট কোহলির মতো একজন তারকা ক্রিকেটার নতুন বছরে বাঙালিদের স্মরণ করেছে, এটা তো অবাক হওয়ার মতোই কথা।

আসলে ব্যাপারটি একটু ভিন্ন; বাংলাদেশে এমন একজন মানুষ আছেন, যার চেহারায় ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির চেহারার দারুণ মিল। তিনি যে আসল কোহলি নন, প্রথম পলকে এটা ধরা খুব দুরূহ। দু’টি মানুষের এমন অভিন্ন চেহারার কারণে তিনি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয়। 

বাংলাদেশি ওই যুবকের নাম মোহাম্মদ আরমান কোহলি। তিনি মাঝেমধ্যেই বিরাট কোহলিকে নকল করে নানারকম ভিডিও বানিয়ে ফেসবুকে শেয়ার করেন এবং তা নেটেজেনদের মধ্যে ব্যাপক সাড়াও ফেলে। ভিডিওগুলো নিখুঁত চোখে না দেখলে তার ব্যাটিংকে বিরাট কোহলির ব্যাটিং থেকে আলাদা করা খুবই মুশকিল। 

এই আরমান কোহলিই সোমবার (১৪ এপ্রিল) ফেসবুকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, ‘শুভ নববর্ষ ১৪৩২’। এর সঙ্গে লাল ও হলুদ রঙের দুটি লাভ ইমোজি দিয়েছেন। তার এই পোস্টও ভক্তদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। 

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর