Logo

খেলা

ইংল্যান্ড যাচ্ছেন সাব্বির

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১৩:০২

ইংল্যান্ড যাচ্ছেন সাব্বির

চলমান ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শেষ করেই ইংল্যান্ডে যাচ্ছেন জাতীয় দলের বাইরে থাকা ব্যাটার সাব্বির রহমান। পরিবারসহ আগামী ২ মে ইংল্যান্ডে যাওয়ার কথা রয়েছে তার। সেখানে তিনি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে অংশ নেবেন।

এ প্রসঙ্গে শুক্রবার (১৮ এপ্রিল) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাব্বির বলেন, ‘একটা ট্যুর আছে বাইরে, ইংল্যান্ড যাব ২ মে। ওখানে একটা টিমের সঙ্গে আমার কথা হয়েছে খেলার জন্য। আপাতত কোনও ক্যাম্প নাই, রাডার নাই, কোনো খেলা নেই বাংলাদেশে। তাই সেখানে খেলব আমি এবং পরিবার নিয়ে যাব।’

চলমান ডিপিএলে পারটেক্স স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছেন সাব্বির। তবে দলটির পারফরম্যান্স ছিল হতাশাজনক। ১১ ম্যাচে মাত্র ৩টি জয় নিয়ে তারা অবস্থান করছে পয়েন্ট টেবিলের দশ নম্বরে। এর ফলে রেলিগেশন পর্বে পড়েছে দলটি।

ডিপিএল নিয়ে সাব্বির বলেন, ‘এ বছরের ডিপিএলটা ভালো হয়েছে খেলোয়াড়দের জন্য। আরেকটু গোছানো হলে আরও ভালো হতো। পারিশ্রমিকেরও একটা বিষয় ছিল। অনেক দলের মালিককে পাওয়া যাচ্ছিল না। একটু অগোছালো মনে হয়েছে, তবে আলহামদুলিল্লাহ শেষ হয়েছে গ্রুপপর্ব। আমাদের একটা ম্যাচ বাকি, সুপার লিগ চলছে। সবকিছু ভালোমতো শেষ হলেই ভালো লাগবে।’

উল্লেখ্য, সাব্বির রহমান এক সময় জাতীয় দলে নিয়মিত খেললেও সাম্প্রতিক বছরগুলোতে পারফরম্যান্সের অভাবে দল থেকে ছিটকে পড়েছেন। এবার ইংল্যান্ডের ঘরোয়া লিগে খেলেই নিজের পারফরম্যান্সের ধার ফেরানোর চেষ্টা করবেন তিনি।

  • এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর