ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরী এখন থেকে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের হয়ে খেলতে পারবেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ইনস্টাগ্রাম পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন হামজা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালও বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। দীর্ঘ প্রক্রিয়া শেষে ফিফা হামজাকে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি দিয়েছে।
হামজার পরিবারের ইচ্ছা অনুযায়ী তিনি বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলতে চেয়েছিলেন। প্রক্রিয়াটি শুরু হয় পাসপোর্ট তৈরির মাধ্যমে। হামজার পরিবারের কাগজপত্রের সাহায্যে বাফুফে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে পাসপোর্ট প্রস্তুত করে।
এরপর হামজা যেহেতু ইংল্যান্ডের যুব দলের হয়ে খেলেছেন, এ জন্য ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) থেকে অনাপত্তি পত্র সংগ্রহ করা হয়।
বাফুফে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করে। কমিটি বিভিন্ন পর্যবেক্ষণ দেয়, বিশেষ করে হামজার ইংল্যান্ডের হয়ে খেলার বয়স এবং বাংলাদেশের নাগরিকত্বের বিষয়টি। হামজার রক্তের সম্পর্ক যাদের সঙ্গে, তাদের বাংলাদেশের নাগরিকত্ব প্রমাণ করার পর ফিফা তাকে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি দেয়।
২০২৫ সালের ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়া কাপ বাছাইয়ের ম্যাচে হামজা চৌধুরী বাংলাদেশের জার্সি পরে মাঠে নামতে প্রস্তুত।
হামজার পরিবারের স্বপ্ন ছিল তাকে বাংলাদেশের জার্সিতে দেখতে। এই সিদ্ধান্ত শুধু পরিবার নয়, বাংলাদেশের ফুটবল ভক্তদের জন্যও একটি বড় প্রাপ্তি।
এমজে