Logo

খেলা

বিপিএলের টিকিট বিক্রি শুরু, যেভাবে পাওয়া যাবে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪:১৮

বিপিএলের টিকিট বিক্রি শুরু, যেভাবে পাওয়া যাবে

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এর টিকিট বিক্রির প্রক্রিয়া শুরু হয়েছে। অনলাইনের পাশাপাশি সরাসরি নির্ধারিত ব্যাংক শাখাগুলো থেকে টিকিট সংগ্রহ করা যাবে।  

সোমবার (৩০ ডিসেম্বর) উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহী। 

অনলাইনে টিকিট কিনতে হবে ভিজিট করতে হবে www.gobcbticket.com.bd-লিংকে। 

সরাসরি টিকিট সংগ্রহ করা যাবে রোববার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এ ছাড়া সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।  

সরাসরি টিকিট বিক্রি করা হবে যেখানে:

মধুমতি ব্যাংকের নির্দিষ্ট শাখাগুলো থেকে শারীরিক টিকিট সংগ্রহ করা যাবে। শাখাগুলো হলো:  

1. মিরপুর শাখা (মিরপুর ১১)  

2. মতিঝিল শাখা (ঢাকা চেম্বার বিল্ডিং)  

3. উত্তরা শাখা (জসিম উদ্দিন রোড)  

4. গুলশান শাখা (গুলশান ১ ও ২ এর মাঝামাঝি)  

5. ধানমন্ডি শাখা (পুরনো রোড ২৭)  

6. কামরাঙ্গীরচর শাখা  

7. ভিআইপি রোড শাখা (পল্টন স্কাউট বিল্ডিং)।  

টিকিটের মূল্য তালিকা:

ম্যাচ ভেন্যু : শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম (এসবিএনসিএস) ঢাকা।  

1. গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার): ২,০০০ টাকা।  

2. গ্র্যান্ড স্ট্যান্ড (আপার): ২,০০০ টাকা।  

3. ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক): ১,০০০ টাকা।  

4. ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ (কর্পোরেট ব্লক): ৮০০ টাকা।  

5. ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ (কর্পোরেট ব্লক): ১,০০০ টাকা।  

6. ক্লাব হাউস সাউথ (শহীদ মুস্তাক স্ট্যান্ড): ৫০০ টাকা।  

7. ক্লাব হাউস নর্থ (শহীদ জুয়েল স্ট্যান্ড): ৫০০ টাকা।  

8. সাউদার্ন গ্যালারি: ৩০০ টাকা।  

9. নর্দার্ন গ্যালারি: ৩০০ টাকা।  

10. ইস্টার্ন গ্যালারি: ২০০ টাকা।  

11. ক্লাব হাউস সাউথ (শহীদ মুস্তাক স্ট্যান্ড-জিরো ওয়েস্ট জোন) : নির্দিষ্ট ৩০০ আসনের টিকিটের মূল্য ৬০০ টাকা। 

এমজে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

খেলা বিপিএল টিকিট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর